13.2 C
London
November 2, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন পাবেন যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক সবাই

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ত্বরিত পরিকল্পনার আওতায় ৩১ জুলাইয়ের মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। মন্ত্রীরা লকডাউন উঠিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত ব্যবস্থা করার জন্য বৈঠক করেছেন।

 

বরিস জনসন রোববার (২১ ফেব্রুয়ারি) প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাজ্যের প্রতিটি প্রাপ্তবয়স্ককে জুলাইয়ের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে। ৫০ বা তার বেশি বয়সীদের এবং ঝুঁকিপূর্ণ মানুষদের ১৫ এপ্রিলের মধ্যে করোনার ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে বলেও জানান তিনি।

 

বরিস জনসন সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কমন্সে এমপিদের কাছে লকডাউন শিথিল করার জন্য তার পরিকল্পনা প্রকাশ করবেন। সন্ধ্যায় পরে ডাউনিং স্ট্রিট সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

 

তিনি আরো বলেন, তবে এতে কোনও সন্দেহ নেই, লকডাউন থেকে বেরিয়ে যাওয়ার পথটি সতর্কতার সাথে এবং পর্যায়ক্রমে হবে। কারণ আমরা নিজের এবং আমাদের চারপাশের মানুষকে রক্ষা করতে চাই।

 

তবে বরিস জনসন কখোন লকডাউন সহজ করবেন এবং কি কি সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনো জানা যায়নি।

 

সূত্র: স্কাই নিউজ
২১ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

আয়ারল্যান্ডে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন বাংলাদেশি প্রবাসীরা

অনলাইন ডেস্ক

‘শেয়ারবাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে’

যুক্তরাজ্যে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৩ লাখ ৭০ হাজার প্রতিষ্ঠান