7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ঝড়ের কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট, নিহত ১

লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৩২১ প্রবল ঝড়ের কবলে পড়ে। এ ঘটনায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার এই বৈরি আবহাওয়ার শিকার হয় ফ্লাইটটি।

এয়ারলাইন্সটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি ব্যাংককের উদ্দেশে যাত্রা করে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় নিরাপদে অবতরণ করে।

‘দুঃখজনকভাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সে থাকা একজন নিহত হয়েছেন।’ এ ঘটনায় যাত্রী ও ক্রুদের আহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিমান সংস্থার পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ওই পোস্টে আরও বলা হয়, সিঙ্গাপুর এয়ারলাইন্স আরোহীদের সহায়তার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে। আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য ব্যাংককে একটি দল পাঠানো হয়েছে।

বিমান সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত আপডেট তথ্য দেয়ার মাধ্যমে জনসাধারণকে অবহিত রাখবে বলে জানায় কর্তৃপক্ষ।

সূত্রঃ বিবিসি

এম.কে
২১ মে ২০২৪

আরো পড়ুন

গুলিবিদ্ধ ট্রাম্প মঞ্চেই বললেন ‘ফাইট, ফাইট, ফাইট’

হিজাব নিষিদ্ধ ফ্রান্সে, ছারপোকার প্রাদুর্ভাবে মাথা ঢাকার পরামর্শ

বিটকয়েনের দাম উঠতে পারে ১ লাখ ডলার