7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

টাওয়ার হ্যামলেটে ব্রিটিশ-বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটে এক ২২ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম মোহাম্মাদ আকিল মাহদী, তিনি ক্যামডেনের বাসিন্দা। জানা যায়, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ।

 

তাকে শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নেভিগেশন রোডে খুঁজে পান প্যারামেডিক্সরা। তারা তাকে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পান এবং ঘটনাস্থলেই সে মারা যায়। ময়নাতদন্ত এখনও হয়নি।

 

বিবিসির খবরে বলা হয়, তার মৃত্যুর সাথে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। কারো কাছে কোনো তথ্য বা সাক্ষী থাকলে পুলিশ বা ক্রাইমস্টপার্সদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

ডেপুটি চিফ ইন্সপেক্টর লরেন্স স্মিথ বলেছেন, “আমাদের তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অগ্রগতি হচ্ছে।

 

“এই হত্যাকাণ্ডের জন্য দায়ী যে কাউকে খুঁজে বের করে নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার পেতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”

 

৯ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

লেবার সাংসদ জেস আথওয়ালকে পদত্যাগের আহ্বান জানিয়েছে এলআরইউ

নিউজ ডেস্ক

সেন্টমার্টিনের নিয়ন্ত্রণ নিয়ে কখনও বাংলাদেশের সাথে আলোচনা হয় নাইঃ যুক্তরাষ্ট্র

ফেসবুক ব্যবহার করে যুক্তরাজ্যে জন্মসনদ নিয়ে নতুন জালিয়াতি