5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

টার্মিনালে পৌঁছানোর আগেই উড়োজাহাজের ভিতর উঠে দাঁড়ালে জরিমানা, নতুন বিধি চালু

তুরস্কে ভ্রমণরত যাত্রীরা এখন থেকে সতর্ক না হলে জরিমানা গুনতে হতে পারে—টার্মিনালে পৌঁছানোর আগেই নিজের আসন হতে উঠে দাঁড়ালে গুনতে হবে ৬০ পাউন্ড (প্রায় ৮,৫০০ টাকা) পর্যন্ত জরিমানা।

তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজে প্রায়ই দেখা যায়, যাত্রীরা সিটবেল্ট খোলার সঙ্গে সঙ্গেই ওভারহেড লকার থেকে ব্যাগ নামানোর চেষ্টা করেন। কাস্টমস বা পাসপোর্ট কন্ট্রোলের ভিড় এড়াতে আগে নামার চেষ্টা করেন তারা। কিন্তু তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) এখন এই প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা সিটবেল্ট সাইন নিভে গেলেও টার্মিনালে বিমান পুরোপুরি থামা এবং তাদের পালা না আসা পর্যন্ত সিটে বসে থাকতে বাধ্য হবেন। এই নিয়ম ভঙ্গ করলে রিপোর্ট করা হবে এবং জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

CAA জানায়, “নতুন বিধান অনুযায়ী, উড়োজাহাজের সংস্থাগুলো যাত্রীদের অবতরণের সময় ও পরে গন্তব্যে পুরোপুরি পৌঁছানো পর্যন্ত সিটবেল্ট বাঁধার কথা নিয়মিত স্মরণ করিয়ে দেবে এবং স্পষ্টভাবে জানিয়ে দেবে যে, এর লঙ্ঘন হলে তা রিপোর্ট করা হবে এবং জরিমানা ধার্য করা হবে।”

রেডিটের একটি আলোচনায় বলা হয়েছে, অনেক যাত্রী দরজা খোলার সঙ্গে সঙ্গেই নামার প্রস্তুতি নিতে আগে উঠে দাঁড়িয়ে যান। তবে অনেক যাত্রী এই আচরণকে বিরক্তিকর বলেও মনে করেন, কারণ এতে পথ আটকে যায় এবং অন্যদের ব্যাগ নিতে সমস্যা হয়।

পর্যটন সংস্থা On The Beach জানিয়েছে, ব্রিটিশদের সবচেয়ে পছন্দের গন্তব্য তালিকায় তুরস্ক এখন স্পেনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে। তাছাড়া, তুরস্ক সাশ্রয়ী মূল্যের কসমেটিক সার্জারি ও হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে।

তুরস্কের জাতীয় বিমান সংস্থা Turkish Airlines বিশ্বের যেকোনো এয়ারলাইন্সের তুলনায় সবচেয়ে বেশি দেশে ফ্লাইট পরিচালনা করে—মোট ৩২২টি গন্তব্যে তাদের ফ্লাইট পরিচালিত হয়।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
২৬ মে ২০২৫

আরো পড়ুন

যে দ্বীপে চিকিৎসকের বেতন ২ কোটি, শিক্ষকের প্রায় ১ কোটি টাকা

নিউজ ডেস্ক

উত্তাল সিরিয়া, আরেক শহর দখলে নিলো বিদ্রোহীরা

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করে রাশিয়াঃ পুতিন