দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে এবার ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগসহ লন্ডনে ফ্ল্যাট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এই দাবি করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট ভবনের বাইরে আয়োজিত মানববন্ধনে লন্ডনে বসবাসরত মানবাধিকারকর্মীসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, দুনীতিগ্রস্ত কাউকে ব্রিটেনের পার্লামেন্ট তারা দেখতে চান না।
এম.কে
২২ জানুয়ারি ২০২৫