14.8 C
London
February 21, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

টিভি প্রযোজক বার্নেটকে যুক্তরাজ্যের বিশেষ দূত বানালেন ট্রাম্প

টিভি প্রযোজক মার্ক বার্নেটকে যুক্তরাজ্যে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-এ এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, বার্নেট গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালনের জন্য কূটনৈতিক বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক স্বীকৃতির এক অনন্য মিশ্রণ। বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের দায়িত্বে থাকবেন তিনি।

বার্নেট সারভাইভার, শার্ক ট্যাঙ্ক, দ্য ভয়েস এবং দ্য অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের প্রযোজনা করেছেন। ট্রাম্পের সঙ্গে দ্য অ্যাপ্রেন্টিস-এ কাজ করেছেন তিনি। এর আগে এমজিএমের চেয়ারম্যান ছিলেন তিনি। ১৩টি এমি অ্যাওয়ার্ডও জিতেছেন বানের্ট।

সূত্রঃ তাস

এম.কে
৩০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বাতের ওষুধ হিসেবে বাঘের মূত্র বিক্রি হচ্ছে চীনে

নিউজ ডেস্ক

টুইটারকে টেক্কা দিতে মেটা নিয়ে এলো থ্রেডস অ্যাপ

অনথিভুক্ত অভিবাসীদের সুসংবাদ দিল স্পেন