TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টোরিদের জন্য সর্বনাশা পূর্বাভাসঃ রিফর্ম পার্টির ৪৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে ফাঁস হওয়া জরিপ

ব্রিটেনে এখনই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে কনজারভেটিভ পার্টি এক নজিরবিহীন ভরাডুবির মুখে পড়বে বলে ইঙ্গিত দিচ্ছে দলটির সদর দপ্তরের ভেতরে প্রচারিত এবং পরে দ্য টেলিগ্রাফে ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ জরিপ। জরিপ অনুযায়ী টোরিরা সারা দেশে মাত্র ১৪টি আসন ধরে রাখতে পারবে, যা গত এক শতাব্দীর যে কোনো নির্বাচনের তুলনায় সবচেয়ে বিপর্যয়কর ফলাফল হবে।

একই জরিপে দেখা গেছে, ইউকে রাজনীতিতে দ্রুত উত্থান ঘটানো রিফর্ম পার্টি এককভাবে ৪৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে—যা ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে বিরল এক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। নাইজেল ফারাজের নেতৃত্বে দলটি ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষ, অভিবাসন ইস্যু, এবং অর্থনৈতিক চাপকে পুঁজি করে বিস্ময়কর গতিতে সমর্থন টানছে বলে বিশ্লেষকদের মন্তব্য।

টোরি সদর দপ্তরে অভ্যন্তরীণ আলোচনার জন্য প্রস্তুত করা জরিপটি দলীয় কৌশলবিদদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। গত নির্বাচনে ঐতিহ্যগতভাবে কনজারভেটিভ-সমর্থিত বহু আসনে সমর্থন দ্রুত রিফর্ম পার্টির দিকে সরে যাচ্ছে, যা বর্তমান নেতৃত্বের নীতিনির্ধারণ ও জনপ্রিয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

দলীয় অভ্যন্তরীণ সূত্র বলছে, জরিপ ফাঁস হওয়ার পর থেকেই কনজারভেটিভ পার্টির ভেতরে অস্থিরতা বেড়েছে। অনেক এমপি পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে হতাশায় ডুবে আছেন, কেউ কেউ আবার নেতৃত্ব পরিবর্তনের দাবিও তুলছেন।

এদিকে রিফর্ম পার্টির জন্য এটি তাদের রাজনৈতিক অভিলাষের সবচেয়ে বড় সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে। দলটি এখনও তুলনামূলকভাবে ছোট হলেও জনমত জরিপে দ্রুতগতির উত্থান প্রমাণ করছে যে ব্রিটিশ ভোটারদের উল্লেখযোগ্য অংশ মূলধারার দলগুলোর প্রতি আস্থা হারাচ্ছে।

রিফর্ম পার্টির সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা এবং টোরিদের ঐতিহাসিক পতন—দু’টি বিষয়ই ব্রিটিশ রাজনীতির ভবিষ্যৎ নির্দেশ করছে যে একটি পূর্ণাঙ্গ পুনর্গঠন খুব কাছেই এসে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ নেতৃত্ব এই সংকট মোকাবিলায় কী দিকনির্দেশনা গ্রহণ করেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনের ‘সেরা শহর’ এখন বিশৃঙ্খলার শহরঃ ইয়র্কে পর্যটকদের বেপরোয়া আচরণে আতঙ্ক

‘আগস্টের মধ্যে করোনামুক্ত হবে যুক্তরাজ্য’

ইংলিশ চ্যানেল থেকে ৩৬ অভিবাসী উদ্ধার