15 C
London
October 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ট্রাম্পের তোপঃ সাদিক খানকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ মেয়র’ আখ্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও লন্ডনের মেয়র সাদিক খানকে কঠোর সমালোচনার মুখে ফেলেছেন। তিনি বলেন, উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাজকীয় স্টেট ব্যাংকেটে তিনি চাননি সাদিক খান উপস্থিত থাকুক। ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি মনে করি সাদিক খান বিশ্বের অন্যতম খারাপ মেয়র। তার শাসন লন্ডনের জন্য দুর্দশার সৃষ্টি করেছে।”
বিবিসি জানায়, সাদিক খান ওই স্টেট ব্যাংকেটের আমন্ত্রণ চাননি। মেয়রের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ট্রাম্পের রাজনীতি ভয় এবং বিভাজন সৃষ্টির রাজনীতি, যা লন্ডনের ভাবমূর্তিকে খাটো করার চেষ্টা। তারা আরও জানান, “লন্ডন একটি বৈশ্বিক সাফল্য। এটি উন্মুক্ত, গতিশীল এবং বহু মার্কিন শহরের তুলনায় নিরাপদ। সম্ভবত এ কারণেই রেকর্ডসংখ্যক আমেরিকান নাগরিক লন্ডনে বসবাসের জন্য বেছে নিচ্ছেন।”

ট্রাম্প তার মন্তব্যে লন্ডনে অপরাধ বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের দেশে কিছু খারাপ মেয়র আছে, কিন্তু সাদিক খান নিঃসন্দেহে সবচেয়ে খারাপদের একজন। তার নেতৃত্বে অপরাধ বাড়ছে, আর লন্ডন ভুগছে।”

ট্রাম্প ও সাদিক খানের বিরোধ নতুন নয়। এর শুরু ২০১৫ সালে, যখন সাদিক খান ট্রাম্পের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাবের বিরোধিতা করেন। পরের বছর ট্রাম্প তাকে আইকিউ টেস্ট দেওয়ার চ্যালেঞ্জ করেন। ২০১৭ সালে লন্ডন ব্রিজ সন্ত্রাসী হামলার পরও ট্রাম্প সাদিক খানের নেতৃত্বকে তীব্রভাবে সমালোচনা করেন।

২০১৯ সালে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের সময় লন্ডনে “ট্রাম্প বেবি” নামের বিশাল বেলুন ওড়ানোর অনুমতি দিয়েছিলেন সাদিক খান। এরপর থেকেই দুজনের দ্বন্দ্ব আরও তীব্র হয়। ওই বছর জুলাইয়ে স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তাকে “ঘৃণিত ব্যক্তি” বলে মন্তব্য করেন। এর জবাবে তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “তিনি আসলে আমার বন্ধু।”

ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর ছিল যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কের উষ্ণতা প্রদর্শনের এক বড় আয়োজন। তবে সেই সফর ঘিরে হাজার হাজার মানুষ পার্লামেন্ট স্কয়ারে প্রতিবাদ করে। সমালোচকেরা বলছেন, ট্রাম্প ও সাদিক খানের বিরোধ শুধু রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত পর্যায়েও তীব্র হয়ে উঠেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

এসাইলাম প্রার্থীদের ব্যাকলগ দ্রুত হ্রাস করতে চায় যুক্তরাজ্য সরকার

ইংল্যান্ডে চ্যানেল পাড়ি দেওয়া থামেনি, কেয়ার-ম্যাক্রোঁ চুক্তির দিনে বহু নৌকা আটক

আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে সংকটে ব্রিটেনের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়