মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে প্রস্তুত হচ্ছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী দিনগুলোতে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করেছিলেন, যদি ইসরায়েল গাজার মানবিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেয় এবং যুদ্ধবিরতিতে আগ্রহী না হয়, তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটবে। সেই সতর্কবার্তার ধারাবাহিকতায় ব্রিটেনের এ সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার ট্রাম্পের সফর শেষ হওয়ার কথা থাকায় ধারণা করা হচ্ছে, তার পরপরই লন্ডন থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। তবে রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিন ইস্যুতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করেই যুক্তরাজ্যের এই ঘোষণা আসতে পারে। এতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলন আরও গতি পাবে এবং ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়বে।
সূত্রঃ রয়টার্স / দ্য টাইমস
এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৫