13.1 C
London
May 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে উত্তেজনা, বিএসএফ জওয়ানের আঙুল কাটলেন বাংলাদেশি কৃষক

ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশি এক কৃষকের হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর এক জওয়ানের দুটি আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো কয়েকজন বাংলাদেশি কৃষক ঘাস সংগ্রহ করতে সীমান্ত এলাকায় যান। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এক বাংলাদেশি কৃষক তার সঙ্গে থাকা ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানের হাতে আঘাত করলে জওয়ানটির দুটি আঙুল সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়।

হঠাৎ এমন ঘটনায় সঙ্গে থাকা অন্যান্য বাংলাদেশিরা হতচকিত হয়ে পড়েন। তাদের মধ্যে তিনজন দ্রুত নিজেদের সীমান্তে ফিরে এলেও অভিযুক্ত কৃষককে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন।

ঘটনার পর বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আটক কৃষককে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা আটক বাংলাদেশি নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। আশা করছি, খুব শিগগিরই বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।”

এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং উভয়পক্ষই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্রঃ কালের কন্ঠ

এম.কে
১৫ মে ২০২৫

আরো পড়ুন

লন্ডন হাই কমিশনের অবহেলার শিকার ব্রিটিশ বাংলাদেশিরা

পাকিস্তানের বিলম্বের সুযোগে সুদানে ২ কোটি ডলারের সিগারেট রপ্তানি বাংলাদেশের

বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দিবে পাকিস্তান! ভারতের উদ্বেগ