TV3 BANGLA
Uncategorized

ঢাকা মিশনে মালয়েশিয়ার নতুন হাইকমিশনার

মালয়েশিয়ার নতুন হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, ফাইল ফটো

নিউজ ডেস্ক: ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন হাজনাহ মো. হাশিম। শনিবার (৩১ অক্টোবর) তিনি ঢাকা মিশনে যোগ দেন।

ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন জানায়, শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর মালয়েশিয়া হাইকমিশন কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন।

হাজনাহ মো. হাশিম মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক ও পরিবেশ বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রুনাইয়ের মালয়েশিয়া মিশনে তিনি বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন।

ঢাকায় মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে আমীর ফরিদ আবু হাসান দায়িত্ব পালন করে আসছিলেন।

৩১ অক্টোবর ২০২০
এনএইচ

আরো পড়ুন

সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া উপমহাদেশের প্রথম (বাঙালি) ব্যক্তি কে?

বরিস জনসন করোনা আক্রান্ত: সামনে কি আসছে ? WHAT’S GOING ON IN EUROPE?

মাস্ক না পরলে ২০০ পাউন্ড জরিমানা, রাত ১০টার পর পাব কার্ফিউ

অনলাইন ডেস্ক