1 C
London
January 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তথ্য গোপন করে বেনিফিট গ্রহণে হতে পারে জরিমানা অথবা মামলা

ইউনিভার্সাল ক্রেডিট ও অন্যান্য স্যোশাল সিকিউরিটি বেনিফিট প্রাপ্তদের সর্বনিম্ন ৫০ পাউন্ড হতে সর্বোচ্চ জরিমানার সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে ওয়ার্ক অ্যান্ড পেনশনস বিভাগ।

অক্টোবর ২০১২ সাল থেকে, ওয়ার্ক অ্যান্ড পেনশনস বিভাগ (ডিডাব্লুপি)কে জরিমানা আরোপের ক্ষমতা দিয়েছিল সরকার। যারা কর্তৃপক্ষকে পরিস্থিতি পরিবর্তনের বিষয়ে অবহিত করে নাই তাদের জরিমানা করা হতে পারে।

‘সিভিল পেনাল্টি’ ৫০ পাউন্ড সেইসব ব্যক্তিদের পরিশোধ করার জন্য নির্দেশ দিতে পারে ডিডাব্লুপি।

অতিরিক্ত জরিমানা পরিশোধ এড়াতে, আপনার নাম পরিবর্তন বা যে পরিবর্তন স্যোশাল সিকিউরিটি বেনিফিটকে প্রভাবিত করতে পারে তা ডিডাব্লুপিকে দ্রুত জানানো উচিত।

যদি সরকার ধারনা করে, আপনি ইচ্ছাকৃতভাবে কোনো পরিবর্তন তাদের জানাননি, তবে আপনার বিরুদ্ধে বেনিফিট জালিয়াতির মামলাও করা হতে পারে।

এম.কে
১১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্রিটেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এসাইলাম আবেদন বাড়ছে আশঙ্কাজনক হারে

যুক্তরাজ্যের সবচেয়ে বড় হুমকি ইসলামপন্থী ও ডানপন্থী চরমপন্থাঃ স্বরাষ্ট্রমন্ত্রী কুপার

ইউরোপ থেকে বিচ্ছিন্ন ব্রিটেন, খাদ্য সংকটের আশঙ্কা