TV3 BANGLA
আন্তর্জাতিক

তাইওয়ান দখলে যুক্তরাষ্ট্রের ‘মাদুরো মডেল’ অনুকরণ করতে পারে চীনঃ বিশেষজ্ঞের সতর্কতা

তাইওয়ান দখলে যুক্তরাষ্ট্রের ‘মাদুরো মডেল’ অনুকরণ করতে পারে চীন—বিশেষজ্ঞের সতর্কতা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক অভিযান বিশ্ব রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা তাইওয়ানকে ঘিরে চীনের সম্ভাব্য কৌশল নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। এক মার্কিন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, বেইজিং চাইলে এই ‘মাদুরো মডেল’ ব্যবহার করে তাইওয়ানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে পারে।

২০২৬ সালের ৩ জানুয়ারির ভোরে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে পরিচিত অভিযানে যুক্তরাষ্ট্রের ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে। এফ-২২ ও এফ-৩৫ স্টেলথ ফাইটার, বি-১বি ল্যান্সার বোমারু বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ব্যবহার করে ফোর্ট তিউনা সামরিক ঘাঁটি ও লা কার্লোটা বিমানবন্দরকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়।

অভিযানের স্থলপর্যায়ে ডেল্টা ফোর্স কমান্ডোরা কারাকাসে মাদুরোর সুরক্ষিত বাসভবনে ঢুকে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। নিরাপদ কক্ষ ভেঙে ঘুমন্ত অবস্থায় এই আটক অভিযান সম্পন্ন হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আটক করার পর মাদুরোকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় নেওয়া হয় এবং পরে নিউইয়র্কে আদালতে হাজির করা হয়।

বেলমন্ট অ্যাবি কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ড. ক্লার্ক এইচ সামার্স মনে করেন, এই অভিযান চীনের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। তার মতে, চীন যদি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে কোনো আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত করে, তবে তা জোরপূর্বক আটক বা ‘আইন প্রয়োগমূলক’ পদক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে।

ড. সামার্স বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর সার্বভৌমত্ব দাবি না করেও এমন অভিযান চালিয়েছে, অথচ চীন ইতোমধ্যেই তাইওয়ানের ওপর সার্বভৌমত্বের দাবি করে। ফলে বেইজিংয়ের কাছে এমন অভিযানের জন্য আরও কম রাজনৈতিক ও আইনি ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। তার ভাষায়, চীনের জন্য মূল প্রশ্ন কখনোই ন্যায্যতা নয়, বরং সফলতার সম্ভাবনা।

এই অভিযানে চীনা সরবরাহকৃত ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ্যে এসেছে। জেওয়াই-২৭ অ্যান্টি-স্টেলথ রাডার এবং বুক-এম২ই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন স্টেলথ বিমানের গতিবিধি কার্যকরভাবে শনাক্ত করতে ব্যর্থ হয়। বিশেষজ্ঞদের মতে, এটি পিপলস লিবারেশন আর্মির জন্য বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের প্রযুক্তির সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি করেছে।

ড. সামার্সের মতে, এই ব্যর্থতা স্বল্পমেয়াদে চীনের জন্য বিব্রতকর হলেও দীর্ঘমেয়াদে উপকারী হতে পারে। কারণ এতে চীন ভবিষ্যতে তাইওয়ান সংক্রান্ত কোনো অভিযানের আগে নিজের দুর্বলতা চিহ্নিত ও সংশোধনের সুযোগ পাবে।

ভেনেজুয়েলা অভিযানের সময়ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি শক্ত অবস্থানে ছিল বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের অধীনে একাধিক নৌবহর ও বিমানবাহী রণতরী প্রস্তুত থাকায়, তাৎক্ষণিকভাবে তাইওয়ান প্রতিরক্ষায় কোনো ঘাটতি দেখা যায়নি।

আন্তর্জাতিক অঙ্গনে এই অভিযানের প্রতিক্রিয়া তীব্রভাবে বিভক্ত। চীন ও রাশিয়া এটিকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা করলেও পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের পর এই ধরনের সমালোচনার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে।

বিশ্লেষকদের ধারণা, বেইজিং সরাসরি সামরিক সংঘাতের বদলে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে বোঝানোর চেষ্টা করবে যে তাইওয়ান রক্ষার মূল্য অত্যন্ত বেশি। বিশেষ করে সেমিকন্ডাক্টর বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথ খোঁজা হতে পারে।

ভেনেজুয়েলায় অন্তর্বর্তী রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও এই অভিযানের শিক্ষা বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। শি জিনপিংয়ের ‘পুনরেকত্রীকরণ’ লক্ষ্য অটল থাকায়, তাইওয়ান প্রণালীতে হঠাৎ ও দ্রুত অভিযানের আশঙ্কা আগের চেয়ে আরও বাস্তব হয়ে উঠছে—যা তাইপের জন্য যেমন সতর্কবার্তা, তেমনি বিশ্ব রাজনীতির জন্য নতুন অনিশ্চয়তার ইঙ্গিত।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল!

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সতর্ক করতে গিয়ে শিক্ষাসচিবের চিঠিতে ‘ব্যাকরণ ভুল’

ইতিহাসে সর্বনিম্ন রুপির দাম, ভারতের রিজার্ভ নিয়ে শঙ্কা