দক্ষিণ এশিয়া জুড়ে এক বিলিয়নেরও বেশি মানুষ রেকর্ড ভাঙা তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে । ভারতের উত্তরপ্রদেশে শুক্রবার তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস।
খবরে বলা হয়, গত ১২২ বছরের উষ্ণতম রেকর্ড ভেঙেছে মার্চে মাস। এপ্রিল থেকে পারদ আরও বাড়তে শুরু করে। গত কয়েক দিন ধরেই হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। তবে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। শুক্রবার ওই শহরে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২০ বছরে এত উষ্ণ এপ্রিল দেখেনি প্রয়াগরাজ। ১৯৯৯ সালে এপ্রিলে একবার এখানকার তাপমাত্রা ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এপ্রিলে এতো ভয়াবহ গরম আগে কখন দেখিনি শহরবাসী।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ মে পর্যন্ত প্রয়াগরাজের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। প্রবল গরম থাকবে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও। তবে ২-৪ মে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানার কিছু অংশে বৃষ্টি হতে পারে বলেছে আবহাওয়া দফতর। ওই সময়ে ওই সব এলাকার তাপমাত্রা কিছুটা কমে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
কোনো সমতল এলাকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁলে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়। পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে ভয়াবহ তাপপ্রবাহের পরিস্থিতি হয়, যা শুক্রবার প্রয়াগরাজে হয়েছে।
এদিকে তীব্র গরমে নাকাল পাকিস্তান। দেশটির সিন্ধু প্রদেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভিন্ন প্রদেশে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়তে থাকায় জনজীবনে দুর্ভোগ চরমে পৌঁছেছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এর মধ্যেই দেশটিতে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং।
১ মে ২০২২
এনএইচ