5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

তীব্র শীতে যুক্তরাজ্যে জনজীবন বিপর্যস্ত

ব্রিটেনে এই সপ্তাহে তাপমাত্রা শূন্যের নিচে থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার (৩১ জানুয়ারি) পর্যন্ত দেশে ভারি তুষারপাত ও তীব্র শীত পড়তে পারে। এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

 

মেট অফিস বলেছে, মিডল্যান্ডসের কিছু অংশ সোমবারে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাকি অংশে তাপমাত্রা মাইনাস ৪ থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

 

ইতোমধ্যে নটিংহাম এবং স্টোক অন ট্রেন্টে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারপাতের কারণে রেল ও যানচলাচল ব্যাহত হবে বলে আশঙ্কা করছে মেট অফিস। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল, পূর্ব স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে অতিরিক্ত পাঁচটি মাঝারি সতর্কতা দেয়া হয়েছে। দেশের বেশিরভাগ অংশে ভারী তুষারপাত হচ্ছে বলে জানা গেছে।

 

রোববার (২৪ জানুয়ারি) ভারি তুষারপাতের কারণে ওয়েলসের চারটি টিকা কেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

 

বরিস জনসন আগামী সপ্তাহে আবারো বন্যার হতে পারে বলে সতর্ক করেছেন। তিনি বলেন,আমরা বৃষ্টিপাতের দিকে নজর রাখছি কারণ কিছু অঞ্চলে আবারো বন্যার সম্ভাবনা রয়েছে।

 

সূত্র: স্কাই নিউজ
২৫ জানুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে ফুসফুস ক্যান্সারের সাথে যুদ্ধে নেমেছে এনএইচএস

লকডাউনে পার্টি: এমপিদের কঠিন জেরায় বরিস জনসন

যুক্তরাজ্যে কোভিড ভ্যাকসিন বিক্রয়ের অনুমতি দিতে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক