তীব্র তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, পাশাপাশি দেশজুড়ে সড়ক, রেল ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বড় একটি অংশে তুষারপাত ও বরফের জন্য ইয়েলো সতর্কতা জারি রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং আরও বিস্তৃত তুষারপাতের আশঙ্কা রয়েছে।
চলতি শীত মৌসুমে রোববার রাত ছিল ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে শীতল রাত। কামব্রিয়ার শ্যাপ এলাকায় তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রতিকূল আবহাওয়ার প্রভাবে পরিবহন খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বহু ট্রেন ও ফ্লাইট বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডসগামী ইউরোস্টার সার্ভিস সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বরফ জমে যাওয়ায় লিভারপুল জন লেনন বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের ভয়াবহতার দৃশ্য সামনে এসেছে। কোথাও খাল ও জলাশয় পুরোপুরি বরফে জমে গেছে, কোথাও তুষারে ঢেকে গেছে সমুদ্রতট। কিছু এলাকায় মানুষকে বরফে জমে যাওয়া মাঠে স্কেটিং করতে দেখা গেছে, যা পরিস্থিতির চরম রূপ তুলে ধরছে।
স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে গভীর তুষারপাত জনজীবন কার্যত অচল করে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং জরুরি সেবাগুলোকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হচ্ছে।
কর্তৃপক্ষ সাধারণ জনগণকে অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

