TV3 BANGLA
বাংলাদেশ

ত্রিপুরায় হোটেল পরিষেবা বন্ধ হলো বাংলাদেশিদের জন্য

ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার ফলে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে হোটেল মালিকরা জানিয়েছেন। স্থানীয় সময় গত রবিবার (২ ডিসেম্বর) ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যান্যার্জী এ বিষয়ে জানান, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁ বাংলাদেশি নাগরিকদের পরিষেবা প্রদান করবে না। এ ক্ষেত্রে যারা আগে থেকেই হোটেলের পরিষেবা নিচ্ছিলেন, শুধু তাদের থাকতে দেওয়া হবে। অন্যরা পরিষেবা পাবেন না।

শুধু তাই নয়, সাময়িককালের জন্য প্রত্যেক রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানো হবে। যেখানে লেখা থাকবে, “বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না”।

এর আগে কলকাতার একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার কথা ঘোষণা করে। যদিও ওই সিদ্ধান্তের সঙ্গে চিকিৎসক মহলের অনেকেই সহমত নয় বলে দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ এবং সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রঃ জাগরণ ত্রিপুরা, এনডিটিভি, দ্য ওয়াল

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

পদত্যাগ করেছেন হাইকোর্টের সেই তিন বিচারপতি

লন্ডনের সাবেক হাইকমিশনার সাইদা মুনা’র স্বামীর অনিয়ম, সরিয়ে নিয়েছেন বড় অঙ্কের অর্থ

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার