12.1 C
London
October 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

থ্রি Idiots-এর বাস্তব অনুপ্রেরণা সোনাম ওয়াংচুক লাদাখে আটক

লাদাখে রাজ্য মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে চলমান আন্দোলন রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়েছে। শান্তিপূর্ণ ধর্মঘট ও অনশন হিংসায় পরিণত হয়ে চারজন নিহত ও প্রায় একশ’ জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে আন্দোলনের মুখপাত্র, পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্র সরকার অভিযোগ করেছে, তিনি সহিংসতা উসকে দিয়েছেন, যদিও ওয়াংচুক তা অস্বীকার করেছেন।

সোনাম ওয়াংচুকের জীবন সংগ্রাম শুরু হয় লেহের কাছে উলেতোকপো গ্রামে, যেখানে স্কুল না থাকায় তিনি বাড়িতেই পড়াশোনা করেন। ১২ বছর বয়সে একাই দিল্লি চলে যান এবং কেদ্রীয় বিদ্যালয়ে ভর্তি হন। পরে তিনি শ্রীনগরের আঞ্চলিক প্রকৌশল কলেজে (বর্তমানে এনআইটি) প্রকৌশলে পড়াশোনা করেন।

১৯৮৮ সালে ওয়াংচুক এবং তার সহকর্মীরা প্রতিষ্ঠা করেন SECMOL (Students’ Educational and Cultural Movement of Ladakh)। এর লক্ষ্য ছিল শিক্ষাকে লাদাখি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা। সেকমল শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম সংস্কার এবং শিক্ষাব্যবস্থার পুনর্গঠনে উদ্যোগ নিয়েছে। ওয়াংচুকের আইস স্টুপা প্রকল্প কৃত্রিম হিমবাহ তৈরি করে পানির সংকট সমাধান করে। তাঁর শিক্ষা ও উদ্ভাবনে সম্প্রদায়ভিত্তিক কাজের জন্য তিনি ২০১৮ সালে র‍্যামন ম্যাগাসেসে পুরস্কার পান।

২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিল ও লাদাখকে কেন্দ্রশাসিত এলাকা ঘোষণা করার পর রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষা দাবি জোরালো হয়। ওয়াংচুক এই দাবির অন্যতম মুখ হয়ে ওঠেন এবং অনশন, মিছিলের নেতৃত্ব দেন। সেপ্টেম্বর ২০২৫-এ তার ৩৫ দিনের অনশন সহিংসতায় শেষ হয়; তিনি তরুণদের সহিংসতা থেকে বিরত থাকতে আহ্বান জানান।

২৪ সেপ্টেম্বর লেহ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ হিংসায় রূপ নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত ও ৮০–৯০ জন আহত হন। পরদিন থেকে লেহে কারফিউ জারি হয়, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়। পুলিশের অভিযোগে ৪৮ জনকে আটক করা হয়। ২৬ সেপ্টেম্বর সোনাম ওয়াংচুককে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আছে এবং তার NGO-এর বিদেশি তহবিল গ্রহণ লাইসেন্স বাতিল করা হয়।

বিরোধী দল কংগ্রেস বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও পুলিশের গুলির নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। আগামী ৬ অক্টোবর কেন্দ্র ও লাদাখের প্রতিনিধিদের মধ্যে নতুন আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, ওয়াংচুকের গ্রেফতার আন্দোলনের উত্তাপ আরও বাড়াতে পারে।

সূত্রঃ দ্য হিন্দুস্তান টাইমস

এম.কে
২৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ওমরাহর তাওয়াফের জন্য কাবার প্রাঙ্গণ নির্দিষ্ট করল সৌদি আরব

কানাডায় বাবা-মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা

পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারতঃ ইরানকে জয়শঙ্কর