6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

দইয়ের সঙ্গে যেসব খাবার খেতে মানা

বাঙালির উৎসব পার্বণে শেষ পাতে দই না হলে চলেই না। দই হজমেও সাহায্য করে এবং স্বাস্থ্যকর একটি খাবার। কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলি দইয়ের সঙ্গে খেলেই হবে পারে বিপত্তি।

 

চলুন জেনে কোন খাবার গুলি:

 

মাছ

মাছ এবং দই এক পাতে খেতে নেই। দই হজমে সাহায্য করলে আদতে মাছ হজম করতে পারে না। তাই দই মাছ একত্রে খেলে হতে পারে হজমে গণ্ডগোল।

 

তৈলাক্ত খাবার

অতিরিক্ত তেল জাতীয় খাবার খেয়ে চট করে দই খেয়ে ভাবছেন ভালো খারাপ খাবারে কাটাকাটি হলো? মোটেও না হতে পারে পেটের অসুখ।

 

দুধ

দুধ থেকেই দই তৈরি করা হলেও দই আর দুধ একত্রে খেতে নেই। হজম হবেনা একেবারেই। তাই দই আর দুধ একত্রে না খাওয়াই শ্রেয়।

 

পেঁয়াজ

পেয়াজ আর দই একত্রে খেতে নেই। পেয়াজ শরীর গরম হয়ে ওঠে, আর দই করে ঠাণ্ডা। দুটি খাবার একত্রে খেলে শরীর খারাপ হতে পারে।

 

 

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচাঃ সেলফ বিল্ড মর্গেজ

নিউজ ডেস্ক

Hunting down the Covid loan fraudsters

অনলাইন ডেস্ক

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক