14.8 C
London
February 21, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপারপাওয়ার হতে যাচ্ছে বাংলাদেশ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে আসছে এক অভাবনীয় প্রযুক্তি, যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভারতের সেভেন সিস্টার্স, নেপাল, ভুটান এবং মিয়ানমারের মতো দুর্গম অঞ্চলে এই প্রযুক্তি এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

মোবাইল ফোন বিপ্লবের সূচনা হয়েছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, ড. ইউনূসের পল্লী ফোন মডেলের মাধ্যমে। যখন পৃথিবীর অনেক বড় শহরও মোবাইল ফোন সেবার নাগাল পায়নি, তখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যায় এই প্রযুক্তি। অনেকেই তখন একে অবাস্তব মনে করলেও, গ্রামীণ নারীদের হাত ধরে পল্লী ফোন যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লব ঘটায়।

এবার ড. ইউনূসের হাত ধরে বাংলাদেশে আসছে আরেকটি দুর্লভ প্রযুক্তি—ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক, ড. ইউনূসের সঙ্গে পরামর্শের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে।

স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট সেবা পৌঁছে যাবে দুর্গম পাহাড়, হাওর, বনভূমি এবং এমনকি সমুদ্রের মাঝখানে। যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল পৌঁছানো কঠিন বা প্রায় অসম্ভব, সেখানে এই প্রযুক্তি নিশ্চিত করবে উচ্চগতির ইন্টারনেট। ফাইবার অপটিক ক্যাবলের খননকাজ, প্রাকৃতিক দুর্যোগ, লাইন বিচ্ছিন্ন হওয়া বা অন্যান্য সমস্যার বিকল্প হতে পারে স্টারলিংক।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই প্রযুক্তি বাংলাদেশের নারী ও যুবকদের বিশ্ব উদ্যোক্তা ও নাগরিক হিসেবে গড়ে তুলবে। ঠিক যেমন পল্লী ফোন একসময় যোগাযোগে বিপ্লব এনেছিল, স্টারলিংক এবার বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্বে নিয়ে যাবে।

বাংলাদেশ শুধু নিজ দেশের ডিজিটাল উন্নতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্যও একটি ডিজিটাল হাব হয়ে উঠবে। ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে, যেখানে এখনও টুজি ইন্টারনেটের ধীরগতি বিরাজমান, সেখানে বাংলাদেশ 5G সেবা দিতে পারে। মিয়ানমারে প্রাকৃতিক দুর্যোগ এবং সংঘাতের কারণে যেখানে ইন্টারনেট সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়, সেখানে বাংলাদেশের স্যাটেলাইট প্রযুক্তি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারে। নেপাল ও ভুটানের দুর্গম পাহাড়ি এলাকায়ও এই সেবা ডিজিটাল সংযোগ স্থাপন করবে।

ড. ইউনূসের নেতৃত্বে এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার পুরো ভূখণ্ডকে সংযুক্ত করতে পারে। সেভেন সিস্টার্স, নেপাল, ভুটান ও মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশ এগিয়ে যাবে দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপারপাওয়ার হিসেবে বলে মনে করেন বিশ্লেষকেরা।

এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৫

 

আরো পড়ুন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

শেষ হচ্ছে হাসিনা অধ্যায়, নতুন মুখপাত্রের খোঁজে আ.লীগ!

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া যাবে নাঃ হেফাজত