TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ভারী বর্ষণের সতর্কতা

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভারী বর্ষণের জন্য মাঝারি ধরনের সতর্কতা জারি করেছে মেট অফিস। এই সতর্কতাটি স্থানীয় সময় রোববার (২৭ জুন) বেলা ২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চলবে।

 

সতর্কতায় জানানো হয়, অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে এবং যোগাযোগ ব্যহত হতে পারে।

 

আবহাওয়া অধিদফতর জানায়, বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিতে পারে। কিছু সড়কের যানবাহন চলাচল বদ্ধ হয়ে যেতে পারে। বন্যা দেখা দিলে সেখানে ট্রেন এবং বাস সার্ভিস বিলম্ব বা বাতিল হতে পারে।

 

ছোট্ট সম্ভাবনা রয়েছে যে বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠান প্লাবিত হতে পারে। এছাড়া কিছু অঞ্চলে বন্যার পানি দ্রুত প্রবাহিত হওয়ার বা পানির গভীরতা বেড়ে যওয়ার সম্ভাবনা রয়েছে।

 

২৭ জুন ২০২১
এনএইচ

আরো পড়ুন

Hunting down the Covid loan fraudsters

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের, কর-বেতন বৃদ্ধির চাপ

গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভঃ ১২ জন গ্রেপ্তার