24.1 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দাঙ্গায় উসকানি ও হামলার কারণে যুক্তরাজ্যে এক ব্যক্তির কারাদণ্ড

ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে দাঙ্গা ছড়িয়ে পড়ায় নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে। অনেক দাঙ্গাবাজ আইনজীবী, ল’ ফার্ম ও মসজিদে হামলা করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
ইমিগ্রেশন আইনজীবীদের উপর হামলার কারণে এক ব্যক্তিকে তিন বছরের সাজা প্রদান করা হয়েছে বলে তথ্যমতে জানা যায়।
আইন সংস্থার বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর জন্য  নর্থহ্যাম্পটনের আদালত আমান নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাছাড়া জাতিগত বিদ্বেষ জাগিয়ে তোলা ও হামলার কারণে টেইলার কে নামক ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে ৩৮ মাসের সাজা প্রদান করা হয়েছে। খবরে জানা যায়, টেইলার কে ল’ ফার্ম ও আইনজীবীদের উপর হামলা সংগঠিত করেছিল।
টেইলর কে, স্যোশাল মিডিয়াতে নর্থহ্যাম্পটনশায়ার পুলিশকে ট্যাগ করেছিলেন বলে জানা যায়। পোস্টে তিনি “চলো আক্রমণে যাই” বলে হামলায় প্ররোচনা দিয়েছেন বলে জানা যায়। যে আইডি হতে তিনি পোস্ট করেছিলেন সেখানে তার নাম ও ছবি সংযুক্ত বলে জানা যায়।
পরবর্তীতে টেইলর কে নর্থহ্যাম্পটনশায়ার পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার নর্থহ্যাম্পটনশায়ার ম্যাজিস্ট্রেটস আদালতে হাজির করা হয়।
সিপিএস স্পেশাল ক্রাইম অ্যান্ড কাউন্টার টেরোরিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান রোজমেরি আইনস্লি বলেন,
‘ অনলাইন ক্রিয়াকলাপের জন্যও শাস্তি রয়েছে এটা সকলের জানা উচিত।’
উল্লেখ্য যে, টেইলর বিভিন্ন ইমিগ্র‍্যান্ট যেসব হোটেলে থাকেন সেখানে হামলার জন্য উসকানি দাতা হিসাবেও চিহ্নিত করা হয়েছে। স্যোশাল মিডিয়াতে পোস্ট করার দু’দিন পরেই তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রঃ গেজেট
এম.কে
১২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে আগামী সপ্তাহেও বিরাজ করবে ঠান্ডা কনকনে আবহাওয়া

যুক্তরাজ্যে রাশিয়ার আক্রমণের আশঙ্কা

যুক্তরাজ্যের ইনফ্লেশন আরও খারাপের দিকে যাবে: আইএমএফ

অনলাইন ডেস্ক