0.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

দিল্লিতে নেহেরু বিশ্ববিদ্যালয়ে মোদির তথ্যচিত্র প্রদর্শনে বাধা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি’র বানানো তথ্যচিত্রে ২০০২ সালের গুজরাট দাঙ্গার বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই সময় গুজরাটের মুখমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তথ্যচিত্রটিকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করেছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ কারণে এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

তবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজধানী নয়া দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থি ছাত্র ইউনিয়নের একদল শিক্ষার্থী সিদ্ধান্ত নেন- মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসঙ্গে এই তথ্যচিত্র দেখবেন তারা। এজন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। কিন্তু এতে বাধা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানায়, ‘এ ধরনের প্রদর্শনী ক্যাম্পাসের স্থিতিশীলতার নষ্ট করবে।’

শিক্ষার্থীরা যেন বড় পর্দায় এ তথ্য চিত্রটির প্রদর্শন করতে না পারেন সে জন্য ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন যেকোন উপায়ে তারা একসঙ্গে এটি দেখবেনই। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফেটেরিয়ায় গিয়ে সবাই যার যার মোবাইল ও ল্যাপটপে একসঙ্গে বসে এটি দেখেন।

ওই সময় তাদের ওপর পাথর নিক্ষেপ করে আরএসএসের ছাত্র সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ (এবিভিপি)। তাদের মধ্যে দুইজনকে আটকও করে সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার হায়দ্রাবাদের একটি বিশ্ববিদ্যালয়েও মোদি ও গুজরাট দাঙ্গা নিয়ে তৈরিকৃত তথ্যচিত্রটির প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ হওয়ার পর দেশটির বিরোধী দলীয় রাজনীতিবিদরা সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন অন্য উপায়ে এটি দেখেন। সূত্র: এনডিটিভি

আরো পড়ুন

ফ্রান্স হতে লন্ডনে ছড়িয়ে পড়তে পারে ছাড়পোকা

বেঁচে আছেন অমর্ত্য সেন, নিশ্চিত করেছেন তার মেয়ে

হিজবুল্লাহ প্রধানের নাম ঘোষণা