9.8 C
London
February 22, 2025
TV3 BANGLA
ফিচার

দুঃসংবাদ পেল অ্যাপল

বর্তমানে যখন আইফোন-১৬ বাজারে আনার ঘোষণা দিল ঠিক তখনি অ্যাপল পেল এক মামলায় হারের দুঃসংবাদ।

ইউরোপিয়ান কমিশন বিশ্বের শীর্ষ স্মাটফোন প্রতিষ্ঠান অ্যাপলকে বলেছিল আয়ারল্যান্ডকে কর বাবদ ১৪ দশমিক চার বিলিয়ন ডলার দিতে।

ইউরোপিয়ান কমিশনের সেই নির্দেশ গড়ায় আদালতে। লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের আদালত কোর্ট অব জাস্টিসে সেই মামলায় হেরে গেছে অ্যাপল।

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, বিচারকরা এ মামলার চূড়ান্ত রায় দিয়েছেন। তারা ইউরোপিয়ান কমিশনের ২০১৬ সালের সিদ্ধান্তকেই তুলে ধরেছেন।

এতে আরও বলা হয়, আয়ারল্যান্ডে অ্যাপল অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় বেশি কর সুবিধা পেয়েছে।

অ্যাপলের ভাষ্য, তারা ৫৭৭ মিলিয়ন ডলার কর দিয়েছে। এটি আয়ারল্যান্ডের প্রতিষ্ঠানটির মুনাফার সাড়ে ১২ শতাংশ। এই রায় অনাকাঙ্খিত।

কম করের কারণে অনেক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ইউরোপীয় সদরদপ্তর আয়ারল্যান্ডে রাখছে।

এর আগে ৯ সেপ্টেম্বর আইফোন ১৬ সিরিজ উন্মোচন করে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে ১৬ সিরিজের চারটি মডেল উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

সুখি দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, পিছিয়ে গেল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপারঃ গায়ক লাকি আলী

অ্যানা লিভিংস্টোন একজন মনে প্রাণে বাঙ্গালী

নিউজ ডেস্ক