16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দুই দশক পর বন্ধ হচ্ছে অ্যামাজনের বুক ডিপোজিটরি

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুই দশক চালু থাকার পর বন্ধ হতে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক বই বিক্রির প্লাটফর্ম বুক ডিপোজিটরি। মালিকানা প্রতিষ্ঠান অ্যামাজনের সিদ্ধান্তে ২৬ এপ্রিল কার্যক্রম গুটিয়ে নেবে অনলাইন ভিত্তিক জনপ্রিয় বুকস্টোরটি। অ্যামাজনের আনুষঙ্গিক খরচ কমিয়ে আনা ও কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
২০০৪ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় বুক ডিপোজিটরি। তারপর ১২০ টিরও বেশি দেশে দিয়ে আসছে ফ্রি ডেলিভারি সেবা। বিক্রি করেছে দুই কোটির বেশি বই। ২০১১ সালে অ্যামাজন অধিগ্রহণ করে নেয় প্রতিষ্ঠানটিকে। তখন থেকেই ই-কমার্স কোম্পানিটির বই বিক্রি পরিষেবার অন্যতম প্রধান অংশে পরিণত হয় বুক ডিপোজিটরি।
সম্প্রতি দেয়া ঘোষণা অনুসারে, ২৬ এপ্রিল বন্ধ হয়ে যাচ্ছে সব কার্যক্রম। তবে গ্রাহকরা ওইদিন দুপুরবেলা পর্যন্ত চাহিদা অনুযায়ী বই অর্ডার করতে পারবেন। ২৩ জুন পর্যন্ত বুক ডিপোজিটরি পৌঁছে দেবে গ্রাহকদের অর্ডার করা পণ্য।
যদিও বন্ধ করার কারণ আলাদাভাবে ব্যাখ্যা করেনি অ্যামাজন। তবে কোম্পানির কর্মী ছাঁটাই ও খরচ কমানোর প্রকল্পের অংশ হিসেবেই দেখা হচ্ছে সিদ্ধান্তটিকে। অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি গত জানুয়ারিতে বিশ্বব্যাপী ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন। অ্যান্ডি জ্যাসি বলেন, ‘‌ছাঁটাইয়ের সিদ্ধান্তে যারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের যথাযথ সহযোগিতা দেয়ার ব্যাপারে কাজ করছি আমরা।’

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের হোটেল বন্ধের ঘোষণায় নানা সংকটে আশ্রয়প্রার্থীদের পরিবার

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা নিয়ে হোম অফিসে অভ্যন্তরীণ বিদ্রোহ

যুক্তরাজ্যে এসাইলাম প্রার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করে লাভজনক ব্যবসা করছে বেসরকারী সংস্থাগুলি