10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
বিনোদনশীর্ষ খবর

দেউলিয়া হওয়ার পথে সিনেওয়ার্ল্ড

দেউলিয়া হওয়ার পথে বিশ্বের অন্যতম সিনেমা ব্যবসা সিনেওয়ার্ল্ড গ্রুপ। নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে দেউলিয়া হওয়ার জন্য ফাইল করতে পারে প্রতিষ্ঠানটি।

 

বলা হচ্ছে, কোভিড লকডাউনের পরে সংস্থাটি পর্যাপ্ত চলচ্চিত্র প্রেমীদের প্রলুব্ধ করতে ব্যর্থ হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বিশ্বের ১০টি দেশে ৯ হাজারের বেশি সিনেমা পরিচালনা করে সিনেওয়ার্ল্ড। এরপরেও কোম্পানির বাজার মূল্য অর্ধেকেরও বেশি কমে গেছে। মহামারি চলাকালীন মুনাফা কমে যাওয়ার পরে এটি ৪ বিলিয়ন পাউন্ডেরও বেশি ঋণের সম্মুখীন হয়েছে। প্রত্যাশিত দর্শক সংখ্যা কমে যাওয়ার পেছনে ব্লকবাস্টার চলচ্চিত্রের অভাবকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির কর্তারা। দর্শক পুনরুদ্ধারের জন্য টপ গান: ম্যাভেরিক, দ্য ব্যাটম্যান এবং থর: লাভ অ্যান্ড থান্ডারের মতো রিলিজগুলির উপর নির্ভর করেছিল তারা।

 

সিনেওয়ার্ল্ড বর্তমানে দেউলিয়া প্রক্রিয়ার খরচের জন্য তার ঋণদাতাদের সাথে আলোচনা করছে বলে জানা গেছে।

 

লন্ডনভিত্তিক সংস্থাটি ২০২০ সালে দেউলিয়া হওয়ার হুমকিতে ছিল। কিন্তু ঋণদাতাদের কাছ থেকে সাহায্য পাওয়ায় সে যাত্রায় রক্ষা হয়।

 

২২ আগস্ট ২০২২
এনএইচ

আরো পড়ুন

অভিবাসীদের হোটেলে রাখা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

১৮ পেশাকে অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন পাবে দেশের ১৩ কোটি মানুষ

প্রশিক্ষণ বিষয়ক নতুন অনুষ্ঠান ‘প্রসপেক্টস’

অনলাইন ডেস্ক