15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

“দেশকে ছিঁড়ে ফেলবে রিফর্মের নীতি”—নাইজাল ফারাজকে নিয়ে স্টারমারের কড়া সমালোচনা

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার রিফর্ম ইউকের অভিবাসন নীতিকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অনির্দিষ্টকালের থাকার অনুমতি (Indefinite Leave to Remain) বাতিল করার প্রস্তাব কেবল অনৈতিকই নয়, বরং বর্ণবাদীও।

 

স্টারমার স্পষ্ট করে জানান, অবৈধ অভিবাসীদের সরানো এক ব্যাপার হলেও, যারা বৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছে—তাদের দেশ থেকে উচ্ছেদ করা সম্পূর্ণ ভিন্ন ও বিপজ্জনক পদক্ষেপ। তার ভাষায়, “তারা আমাদের প্রতিবেশী, আমাদের অর্থনীতির অংশ, আমাদের সমাজের অংশ। তাদের বহিষ্কার এই দেশকে ছিঁড়ে ফেলবে।”

রিফর্মের নীতি প্রসঙ্গে স্টারমার আরও বলেন, ব্রিটিশ রাজনীতিতে লেবার ও কনজারভেটিভদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঐতিহ্যগত হলেও, রিফর্মের অবস্থান ইউরোপের ডানপন্থী রাজনীতির সঙ্গে মিলে যায়। তিনি এটিকে ফ্রান্স ও জার্মানির অতিদক্ষিণপন্থী রাজনীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

যদিও তিনি নীতিটিকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন, স্টারমার জোর দিয়ে বলেন—রিফর্মে ভোট দিতে চাওয়া সাধারণ মানুষদের বর্ণবাদী বলা যাবে না। তাদের মধ্যে অনেকে হতাশ, ১৪ বছরের কনজারভেটিভ সরকারের ব্যর্থতার কারণে তারা পরিবর্তন চান। “আমি বুঝতে পারি, তারা দ্রুত পরিবর্তন দেখতে চায়। অনেকে এক বছর আগেই লেবারকে ভোট দিয়েছে,” বলেন স্টারমার।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

হোম অফিসের ভুলে ব্রিটেনের অভিবাসীদের বন্দি জীবন!

নিউজ ডেস্ক

হোম অফিসের ভুল রেফারেলঃ আইনি পদক্ষেপের হুমকি সলিসিটর শাহিন মামুনের

যুক্তরাজ্যে দারুল হাদিস লতিফিয়া মাদরাসার ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক