8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দেশে ধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডাদেশ

 টাঙ্গাইলের ভূঞাপুরে অপহরণের পর গণধর্ষণ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ সংক্রান্ত অধ্যাদেশে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ধর্ষণ মামলায় দেশে এটাই কোনো মৃত্যুদণ্ডাদেশ দিলেন আদালত।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- সাগর চন্দ্র, সুজন মনি রিশি, রাজন, সঞ্জীত এবং গোপী চন্দ্র শীল। এদের মধ্যে সঞ্জীত এবং গোপী চন্দ্র কারাগারে থাকলেও বাকিরা পলাতক।

জানা যায়, ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে এক নারীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়।

রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপি চন্দ্র শীল নামে দুই আসামি উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিনে বের হয়ে আত্মগোপন করেছেন।

১৫ অক্টোবর ২০২০
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বাঁধা দিলে ভিসা দিবে না যুক্তরাষ্ট্র

জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতার ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

আনিসুল-সালমানকে ডিম ছুঁড়ে মারা আইনজীবীর দুর্ঘটনায় মৃত্যু