17.1 C
London
April 29, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দেশে পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি

দেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা বলেন, ‘পেপ্যাল, ওয়াইজ, স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে চালুর প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। আন্তর্জাতিক গেটওয়ে না থাকার কারণে ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত অর্থ প্রবাস থেকে আনতে বাধাগ্রস্ত হচ্ছেন।’

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১০ লাখেরও বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা রয়েছেন, যারা প্রতি বছর একটি বড় অংকের বৈদেশিক মুদ্রা রেমিট্যান্সে যুক্ত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু এখনো বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ, স্ট্রাইপের মতো জনপ্রিয় পেমেন্ট সেবাগুলো চালু হয়নি, যার ফলে দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন। বাংলাদেশে অর্থনৈতিক সম্ভাবনা ও আইটি খাতের অগ্রগতির জন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজলভ্যতা এখন সময়ের দাবি।’

তারা বলেন, বিশ্বজুড়ে যখন রিমোট কাজের মাধ্যমে আয় বাড়ছে, তখন বাংলাদেশে পেমেন্ট সমস্যার কারণে আমরা পেছনে যাচ্ছি। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবী এমরাজিনা ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, এইচএম ওসমান শাকিল, গোলাম কামরুজ্জামান, আতিকুর রহমান, সুমন সাহা, মিনহাজুল আসিদ, রাসেল খন্দকার, সাজিদ ইসলাম প্রান্তসহ দেড় শতাধিক ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবী উপস্থিত ছিলেন।

এম.কে
২৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

দেশ ছাড়তে পারলেন না সাদেকা হালিম, সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট

বিদেশে চলে যাওয়ার খবর গুজবঃ আসিফ নজরুল

‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের’ অধীনে সাধারণ নির্বাচনের প্রস্তাব বিদায়ী সিইসির