TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট

অপ্রতিরোধ্য তালেবান কাবুলে প্রবেশের পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন।

 

রোববার (১৫ আগস্ট) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

 

খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি তাজিকিস্তানে চলে গেছেন।

 

তবে এর আগে তার পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল আল-জাজিরা। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছিল, পশ্চিমাসমর্থিত এ নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রয়েছেন। রোববার সকালের বেশিরভাগ সময় তিনি সরকারি বাসভবনের বাগানে কাটিয়েছেন।

 

১৫ আগস্ট ২০২১
এনএইচ

আরো পড়ুন

নিজ দলের চেয়ারম্যান ও মন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

ইতালি প্রবেশে নিষাধাজ্ঞা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত  

করোনাকালে যুক্তরাজ্যে অ্যালকোহলজনিত মৃত্যু সর্বকালের সর্বোচ্চ

নিউজ ডেস্ক