11 C
London
October 29, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

দেহদান নয়, ইসলামি রীতিতে দাফন চান কবীর সুমন

প্রায়ই সামাজিক যোগাযগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। এবার তিনি ইসলামি রীতি মেনে তার দাফন করার বিষয় নিয়ে কথা বলেছেন।

২০২১ সালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন এ গায়ক। সম্প্রতি এই গায়ক জানালেন, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। মরণোত্তর দেহদান নয় বরং ইসলামী রীতিতে নিজের মরদেহ দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কবীর সুমন। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

কবীর সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, রমজান মোবারক! সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।

তিনি আরও বলেন, আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। সবশেষে কবীর সুমন লিখেছেন, আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ মার্চ ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের ভিসায় জালিয়াতি করলে আজীবনের জন্য নিষেধাজ্ঞা

সিংহের চেয়ে মানুষের কণ্ঠকে বেশি ভয় পায় বন্য প্রাণীরা : গবেষণা

ভাইরাল হতে গিয়ে পরপর মৃত্যু, টিকটককে শতকোটি টাকা জরিমানা