দোকানচুরির কারণে এবছর ব্রিটিশ চেইন শপ কো-অপ বা কো-অপারেটিভ গ্রুপ লিমিটেডের অন্তত ৭ কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৯৪২ কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কো-অপের প্রধান নির্বাহী কর্মকর্তা শিরিন খৌরী হক জানিয়েছেন, চলতি বছরের প্রথম ৬ মাসেই কোম্পানির চেইন শপের দোকানগুলোতে ক্রেতা সেজে চুরির কারণে ৩ কোটি ৩০ লাখ পাউন্ডের বেশি ক্ষতি হয়ে গেছে।
কো-অপের প্রধান নির্বাহী বলেন, ‘আর্থিক ক্ষতির চেয়েও বড় হলো আমাদের দোকানগুলোর কর্মীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টি। কারণ তারাই দোকানগুলোতে প্রতিদিনই এ ধরনের ঘটনার মুখোমুখি হন। এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি তাদের কাজের অংশও নয়।’
কো-অপের খাদ্য বিভাগের প্রধান ম্যাট হুড বলেন, ‘আমাদের কর্মীরা নিয়মিতই সশস্ত্র ও মৌখিক আক্রমণের শিকার হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি রাগান্বিত করে তা হলো, অনেকেই এটিকে বলে থাকেন এতে কেউই ভুক্তভোগী নন। কিন্তু বাস্তবতা হলো, আমার দোকানের সহকর্মীরা মৌখিক আক্রমণের শিকার হয়েছি, এমনকি তাদের উপর ছুরি, সিরিঞ্জ নিয়েও আক্রমণ করা হয়েছে। এসবের প্রমাণও আমাদের কাছে আছে।’
ম্যাট হুড বলেন, ‘ধারণা করছি, চলতি বছর আমার প্রতিষ্ঠানের ৭ কোটি পাউন্ড বা ৯৪২ কোটি টাকারও বেশি ক্ষতি হতে পারে।’
সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনের দোকানগুলোতে অপরাধ ক্রমেই বেড়ে যাচ্ছে। এতে দোকানগুলো কেবল আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে তা নয়, দোকানগুলোতে কর্মরতরাও শারীরিক সহিংসতার শিকার হয়েছেন। ব্রিটেনের দোকানগুলোর ৯০ শতাংশ কর্মীই মৌখিক আক্রমণের শিকার হয়েছেন।
এম.কে
২৫ সেপ্টেম্বর ২০২৩