TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

‘দ্য লেডি অব হেভেন’ প্রদর্শনী নিয়ে ইংল্যান্ডে বিক্ষোভ

বার্মিংহামের ব্রড স্ট্রিট সহ কিছু সিনেমা হলের বাইরে বিক্ষোভ হওয়ার পরে সিনেওয়ার্ল্ড ইউকে জুড়ে ‘দ্য লেডি অফ হেভেন’ চলচ্চিত্রটির প্রদর্শনী বাতিল করেছে। ছবিটি নবী মুহাম্মদের কন্যা সম্পর্কে, এবং বলা হয় যে ছবিটিতে ইসলামিক পবিত্র ব্যক্তিত্বকে চিত্রিত করা হয়েছে।

 

সিনেমাটি শেফিল্ড, বোল্টন এবং বার্মিংহামের মতো জায়গায় বিক্ষোভের দিকে পরিচালিত করেছে। যার মধ্যে একটি সিনেওয়ার্ল্ডের বাইরে ব্রড স্ট্রিটে অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। ২০০ জনেরও বেশি মানুষ সেখানে প্রতিবাদ করেছেন। যুক্তরাজ্যের সিনেমা হলগুলো থেকে ছবিটি সরানোর জন্য একটি পিটিশনও শুরু হয়েছে যা ১ লাখ ২০ হাজারের বেশি স্বাক্ষর পেয়েছে।

 

পিটিশনে দাবি করা হয়েছে ‘চলচ্চিত্রটি সরাসরি নবী মুহাম্মদকে অসম্মান করে যা একজন অভিনেতা দ্বারা চিত্রিত করা হয়েছে। এতে লেখা হয়, ‘আমরা সিনেমা হলকে তাদের পর্দা থেকে এই ছবিটি সরিয়ে ফেলার দাবি জানাই এবং বুঝতে পারি যে এটি সম্প্রচার করা হলে সারা দেশে প্রতিবাদ হবে এবং মুসলমানরা তা গ্রহণ করবে না।’

 

৮ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

সম্পূর্ণ বিনামূল্যে যুক্তরাজ্যে স্নাতকোত্তর করার সুযোগ

ফান্ডের অভাবে বন্ধ হয়ে যাবে ইংল্যান্ডের ৯০ শতাংশ স্কুল

অনলাইন ডেস্ক

২,৪৭,৯০৬ টাকা বেতনে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি

নিউজ ডেস্ক