6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ধুমপান নিয়ে আবারো কঠিন বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ঋষি সুনাক ধূমপানের উপর ক্র্যাকডাউন আনতে ইংল্যান্ডে সিগারেট কেনার আইনী বয়স বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেছেন প্রস্তাবিত আইনটির অর্থ একজন “১৪ বছরের বালক আইনত কোনও সিগারেট ক্রয় করতে পারবে না যাতে পরবর্তী প্রজন্ম ধোঁয়া-মুক্ত জীবন গড়তে পারে”।

তিনি জানান এই আইনগুলো নিয়ে সংসদে আলোচনা হবে এবং ধূমপানের বয়স বাড়িয়ে ১৮ বছরে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

খবরে জানা যায়, বার্ষিক টরি পার্টির সম্মেলনে মিঃ সুনাক ভ্যাপের প্রাপ্যতা সীমাবদ্ধ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ধূমপানের বিষয়ে তিনি বলেছিলেন “বর্তমানে যে কারো ধূমপান করার অধিকার হঠাৎ করে কেড়ে নেওয়া ন্যায্য হবে না।তবে প্রতিবছর ১ বছর করে বয়স বৃদ্ধি করে কিশোর-কিশোরীদের অভ্যাস গড়ে উঠতে বাঁধা সৃষ্টি করা সরকারের পরিকল্পনা “।

তিনি আরও বলেন, ” প্রত্যেক মানুষ ধুমপানের অভ্যাস অল্প বয়স হতে গড়ে তুলে যা চাইলেও পরবর্তীতে তারা আর ছাড়তে পারে না।
তাই আমরা সেই চক্রটি ভেঙে ফেলতে পারি, যদি আমরা শুরুটি থামাতে পারি তবে আমরা ধূমপানমুক্ত সমাজ গঠন কর‍তে পারবো।”

উল্লেখ্য যে, ডাউনিং স্ট্রিট মনে করে যদি পরিকল্পনা অনুযায়ী আইন করা সম্ভব হয় তাহলে ২০৭৫ সালের মধ্যে ১.৭ মিলিয়ন কম লোক ধূমপান করবে। যা একটা দেশের জন্য হতে পারে বিশাল অর্জন।

এম.কে
০৫ অক্টোবর ২০২৩

 

আরো পড়ুন

অক্সফোর্ড-ক্যামব্রিজে যৌন হয়রানির অভিযোগ

ইতালিতে অভিবাসী ও শরণার্থীদের নিয়ে ফুটবল ক্লাব

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কর দিতে হয় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে