22.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ধূমপান, মদ্যপান ও স্থূলতা—ইংল্যান্ডে প্রতি ৫০ জনে ১ জনের অকাল মৃত্যুর ঝুঁকি

ইংল্যান্ডে ১৬ বছর বা তার ঊর্ধ্ব বয়সী প্রতি ৫০ জনের একজন এমন তিনটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন—ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল পান এবং অতিরিক্ত ওজন। এই “ত্রিমুখী হুমকি” প্রায় ১০ লাখ মানুষের জন্য অকাল মৃত্যুর কারণ হতে পারে বলে জানিয়েছে দাতব্য সংস্থা ASH।
ASH-এর বিশ্লেষণে দেখা গেছে, এই ২.২% জনগোষ্ঠী তামাক ব্যবহার করে, সপ্তাহে ১৪ ইউনিটের বেশি অ্যালকোহল পান করে এবং BMI ২৫-এর বেশি হওয়ায় অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত।

এছাড়াও প্রায় ১ কোটি মানুষ (২২%) এই তিনটির মধ্যে দুটি ঝুঁকি বহন করেন এবং প্রায় ৩ কোটি ৩৯ লাখ মানুষ (৭৩.৬%) অন্তত একটি ঝুঁকিপূর্ণ অভ্যাসে অভ্যস্ত।

অ্যালকোহল হেলথ অ্যালায়েন্সের চেয়ারম্যান প্রফেসর স্যার ইয়ান গিলমোর বলেন, “এই তিন ঝুঁকি একত্রে হয়ে মানুষের জীবন ২০ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে। এগুলোর সম্মিলিত প্রভাব মারাত্মক।”

ধূমপানের কারণে গড় আয়ু প্রায় ১০ বছর কমে যায়। একইভাবে তীব্র স্থূলতা (BMI ৪০-এর বেশি) ও অতিরিক্ত অ্যালকোহল পানও দীর্ঘমেয়াদি অসুস্থতা ও প্রাণঘাতী রোগ ডেকে আনে।

ASH জানায়, ৫.৯ মিলিয়ন মানুষ অতিরিক্ত ওজনের এবং বেশি অ্যালকোহল পান করেন, কিন্তু ধূমপান করেন না। ২.৫ মিলিয়ন অতিরিক্ত ওজনের এবং ধূমপান করেন, তবে অ্যালকোহল সীমার মধ্যে পান করেন। আরও ৬ লাখ মানুষ ধূমপান ও মদ্যপান করেন, তবে স্বাভাবিক ওজনের।

ASH-এর ডেপুটি প্রধান ক্যারোলাইন সার্নি বলেন, “এই পরিসংখ্যান NHS-এর ওপর ভবিষ্যতে কী রকম চাপ আসছে তার সতর্ক বার্তা।”

২০২৪ সালের মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস, ডিমেনশিয়া, কিডনি রোগ ও বিষণ্ণতায় আক্রান্ত মানুষের সংখ্যা ৯ মিলিয়নে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হেলথ ফাউন্ডেশন।

ASH আহ্বান জানিয়েছে, ১০ বছরের NHS পরিকল্পনায় ধূমপান হ্রাস, অ্যালকোহলের ন্যূনতম মূল্য নির্ধারণ এবং চিনিযুক্ত খাবারের উপর কর আরোপের মতো কঠোর জনস্বাস্থ্য নীতি অন্তর্ভুক্ত করতে হবে।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নতুন পরিকল্পনার লক্ষ্য হবে চিকিৎসা নয়, বরং প্রতিরোধ। তারা junk food-এর বিজ্ঞাপন রাত ৯টার আগে নিষিদ্ধ, তামাক ও ভ্যাপস বিল, এবং £৩১০ মিলিয়ন অতিরিক্ত বরাদ্দসহ জনস্বাস্থ্য রক্ষায় কাজ করছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৬ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে খুন, লায়েক মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা

রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ যুক্তরাজ্যের

স্কটল্যান্ডের স্বাধীনতা: ১৯ অক্টোবর ২০২৩ গণভোটের প্রস্তাব

অনলাইন ডেস্ক