14.8 C
London
July 15, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ধেয়ে আসছে টয়লেট পেপার সংকট!

ইউরোপে বিদ্যুতের দাম বেড়েছে এবং শিল্প বিশেষজ্ঞরা এখন সতর্ক করছেন, এতে টয়লেট পেপারের মতো উৎপাদন করতে প্রচুর শক্তির প্রয়োজন এমন আইটেমের ঘাটতি দেখা দিতে পারে।

 

পরিস্থিতি কোভিড মহামারির প্রথম দিনগুলোতে ফিরে যেতে পারে যখন মানুষ গুজবের কারণে টয়লেট পেপার মজুত শুরু করেছিলেন।

 

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়, এক টন কাগজের পণ্য তৈরি করতে গড়ে ১১.৫ গিগাজুল শক্তির প্রয়োজন হয়। এটি প্রায় ১১ হাজার ৫০০ কাপ কফি তৈরি করতে যথেষ্ট।

 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুত বেড়ে প্রায় ১২০ ইউরো প্রতি মেগাওয়াট-ঘণ্টায় পৌঁছেছে। যা গত বছরের মধ্যে সর্বোচ্চ এবং ইউরোপ তার শক্তির জন্য এই জীবাশ্ম জ্বালানির উপর অনেক বেশি নির্ভর করে।

 

ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম শিল্প শক্তি গ্রাহক হিসাবে, কাগজ শিল্প ইতোমধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যয় দ্বারা প্রভাবিত হচ্ছে।

 

ইতালিতে, কাগজ সংস্থাগুলো ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংকটটি টয়লেট পেপার থেকে প্যাকিং উপাদান এমনকি পুনর্ব্যবহারযোগ্য উৎপাদনের পুরো শৃঙ্খলে আঘাত করেছে।

যে কাগজের মিলগুলো গত বছরের শেষের দিকে বিদ্যুতের দাম বৃদ্ধিকে প্রতিহত করেছিল, এমনকি লোকসানে উৎপাদন করেছিল, সেসব কাগজের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

 

১৩ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

Green Mortgages

অনলাইন ডেস্ক

গরমে পুড়ছে লন্ডন, সতর্কতা জারি

লয়েডস ও হ্যালিফ্যাক্সের অনলাইন সেবা পেতে সমস্যায় গ্রাহকরা

অনলাইন ডেস্ক