21.6 C
London
July 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নকল গর্ভাবস্থাঃ নাইজেরিয়া থেকে শিশুপাচারে ব্রিটিশ নারীর চাঞ্চল্যকর পরিকল্পনা ফাঁস

ইংল্যান্ডের গ্যাটউইক বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া এক ব্রিটিশ মহিলা ‘শিশু পাচার’-এর জঘন্য অভিযোগে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সন্দেহ করা হচ্ছে, তিনি নাইজেরিয়ার একটি তথাকথিত ‘বেবি ফ্যাক্টরি’ থেকে একটি শিশু কিনে এনে ব্রিটেনে নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন।

ওই মহিলা পশ্চিম ইয়র্কশায়ারে বসবাস করতেন এবং নিজ জিপিকে জানিয়েছিলেন যে নাইজেরিয়া যাওয়ার আগে তিনি গর্ভবতী ছিলেন। তবে ব্রিটেনে ফিরে স্ক্যান ও রক্ত পরীক্ষায় জানা যায়, তার গর্ভাবস্থার কোনও প্রমাণ নেই। সন্দেহ আরও ঘনীভূত হয়, যখন তিনি স্থানীয় হাসপাতালে ‘সন্তান প্রসব’ করেছেন বলে দাবি করেন।

এনএইচএস এই বিষয়ে সন্দেহের উদ্রেক হলে তারা বিষয়টি চাইল্ড সার্ভিসেসে জানায়। পরে মহিলা একটি শিশুকে নিজের সন্তান দাবি করে একটি ছবি তুলে ধরেন, যেখানে এক নগ্ন নারীর পায়ে প্লাসেন্টা দেখা যাচ্ছিল, যদিও ছবির নারীর মুখ স্পষ্ট ছিল না।

ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, শিশুটি তার সন্তান নয়। ধারণা করা হচ্ছে, ওই শিশু নাইজেরিয়ার কোনও ‘বেবি ফ্যাক্টরি’ থেকে কেনা হয়েছে, যেখানে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক সন্তান জন্মদানে বাধ্য করার মতো অপরাধ ঘটছে। বহু ক্ষেত্রে, নাইজেরিয়ায় নারী বন্দিরা প্রসবকালীন সময়ে মৃত্যুবরণ করেন বা সন্তান জন্ম দিতে না পারলে নারীদের হত্যা করা হয়।

চিকিৎসা বিশেষজ্ঞ হেনরিটা কোকার, জানান—এই মামলার মতো আরও বহু শিশু পশ্চিম আফ্রিকা থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে আনা হয়ে থাকতে পারে। তিনি বলেন, নাইজেরিয়াসহ গ্লোবাল সাউথের অনেক ক্লিনিক £২,০০০ থেকে £৮,০০০ এর ‘প্যাকেজে’ জন্ম নিবন্ধনসহ কাগজপত্র তৈরি করে দেয়।

২০২১ সাল থেকে যুক্তরাজ্য সরকার নাইজেরিয়া থেকে শিশু গ্রহণের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। কারণ, তখন থেকেই সংগঠিত শিশু পাচারের প্রমাণ মিলছিল। এই মামলাটি আবারও দেখিয়ে দিল—সেই চোরাপথ এখনও সক্রিয়।

বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় যুক্তরাজ্যে আইনশৃঙ্খলা বাহিনী, ইমিগ্রেশন এবং চাইল্ড প্রোটেকশন ইউনিটগুলোর সমন্বিত পদক্ষেপের গুরুত্ব নতুন করে প্রমাণিত হলো। শিশু পাচার রোধে আরও কঠোর আইন ও নজরদারি ব্যবস্থা এখন সময়ের দাবি বলে জানান তারা।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
১৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

দুই মিনিটের রিকশা ভাড়া ৯০ পাউন্ড! লন্ডনের পর্যটক ঠকানোয় নতুন বিতর্ক

যুক্তরাজ্যে নতুন স্কিলড ওয়ার্কারদের নূন্যতম মজুরি নীতিতে ধ্বংস হতে পারে রেস্তোরাঁ ব্যবসা

ইংলিশ ক্লাব লিভারপুল কেনার দৌড়ে মুকেশ আম্বানি