ব্রিটিশ সংসদের ট্রেজারি কমিটি সতর্ক করেছে, ভবিষ্যতে দোকান ও সেবা প্রদানকারীদের নগদ গ্রহণে বাধ্য করা হতে পারে। ব্যাংকনোট ও কয়েনের ব্যবহার দ্রুত কমে যাওয়ায়, দুর্বল ও প্রবীণ জনগোষ্ঠীকে রক্ষা করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনটি আইন পরিবর্তনের সুপারিশ না করলেও, নগদ গ্রহণের হার পর্যবেক্ষণে সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি বলেছে, “যথাযথ সুরক্ষা নিশ্চিত না হলে ট্রেজারি ভবিষ্যতে নগদ গ্রহণ বাধ্যতামূলক করতে পারে।”
বর্তমানে দোকানগুলো ইচ্ছামতো পেমেন্ট পদ্ধতি বেছে নিতে পারে। তবে বেশি সংখ্যক ব্যবসা কার্ড-নির্ভর হয়ে পড়ায়, যারা নগদের ওপর নির্ভরশীল—বিশেষ করে প্রবীণ, অক্ষম ও ডমোস্টিক ভায়োলেন্সের শিকার যারা— তারা সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
কমিটির চেয়ার ডেম মেগ হিলিয়ার বলেন, “এটি একটি সতর্কবার্তা—নগদের গুরুত্ব ভুলে গেলে সমাজের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।”
প্রতিবেদনে হাটবাজার, থিয়েটার, গণপরিবহন, এমনকি পার্কিংয়েও নগদ না নেওয়ার কারণে জনদুর্ভোগের উদাহরণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, অনেকের জন্য নগদ বাজেট নিয়ন্ত্রণ ও স্বাধীনতা রক্ষার একটি হাতিয়ার।
সরকার ২০৩০ সাল পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে নগদ সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করেছে এবং ৩৫০টি ব্যাংকিং হাব স্থাপনের ঘোষণা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইন করে নগদ গ্রহণ বাধ্যতামূলক করাই এখন সময়ের দাবি।
সূত্রঃ বিবিসি
এম.কে
৩০ এপ্রিল ২০২৫