ইংল্যান্ডের হাটফোর্ডশায়ারে সংঘবদ্ধ এক চক্র সরকারি লাইসেন্স ব্যবহার করে অবৈধভাবে গ্রামাঞ্চলে বর্জ্য ফেলে লক্ষাধিক পাউন্ড মুনাফা করছে। স্কাই নিউজের অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ তথ্য।
ছদ্মনামে পরিচিত ক্রিশ্চিয়ান এবং তার সঙ্গীদের টিকটক ভিডিওতে দেখা যায়, তারা নগদ টাকা গুনছেন, পরিত্যক্ত গুদামে বর্জ্য ফেলে দিচ্ছেন এবং রাস্তার পাশে নেচে উল্লাস করছেন। তদন্তে জানা গেছে, তারা পরিচয় দেয় ‘হ্যান্ডিম্যান’ বা আবর্জনা অপসারণকারী হিসেবে, অথচ কার্যত তারা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য।
গ্রাহকদের কাছ থেকে বৈধভাবে বর্জ্য অপসারণের নামে টাকা নিয়ে, সেই বর্জ্য তারা ফেলে দিচ্ছে উডল্যান্ড ট্রাস্ট সাইট এবং কৃষিজমিতে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের একজন ক্রিশ্চিয়ানের নম্বর দিয়েছেন, যিনি নিজেকে ‘ফেন্সিং’ ব্যবসায়ী বলে দাবি করেছেন।
পরিবেশ সংস্থার সাবেক প্রধান বলেছেন ‘ফ্লাই-টিপিং নতুন অপরাধ’। এই অপরাধে বছরে প্রায় £১ বিলিয়ন ক্ষতি হচ্ছে যুক্তরাজ্য সরকারের, অথচ অপরাধ অনুযায়ী দণ্ড প্রায় অপ্রাসঙ্গিক। ২০২৩ সালে ১১.৫ লাখ ফ্লাই-টিপিংয়ের ঘটনার বিপরীতে জরিমানা হয়েছে মাত্র ৬৩,০০০টি, গড় আদালত জরিমানা ছিল মাত্র £৫৩০ পাউন্ড।
তদন্তে তিনটি সাইটে পাওয়া গেছে নির্মাণসামগ্রী, ক্লিনিক্যাল বর্জ্য, অ্যাসবেস্টস, এমনকি কফিন, টেডি বিয়ার এবং বিয়ের ছবি পর্যন্ত। এসব জমি মালিকদেরই তা সরানোর খরচ বহন করতে হয়—যার পরিমাণ এক একটি সাইটে £৫০,০০০ ছাড়িয়ে যাচ্ছে।
প্রমাণ হিসেবে পাওয়া গেছে বহু ডকুমেন্ট, যাতে ছিল গ্রাহকদের নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য। ভুক্তভোগী চার্লি নামের এক ব্যক্তি জানান, তিনি £৩০০ দিয়ে একজনকে বর্জ্য সরাতে দিয়েছিলেন, অথচ তা ফেলা হয়েছে গ্রামীণ সাইটে।
চার্লির হিসেবে, প্রতি ভ্যানলোড থেকে গোষ্ঠীটি আয় করেছে £৫০০—সবচেয়ে বড় সাইটে যা দাঁড়ায় প্রায় £২০,০০০। অথচ জমির মালিকদের খরচ প্রায় দ্বিগুণ।
ক্রিশ্চিয়ান অভিযোগ অস্বীকার করলেও তদন্তে দেখা গেছে, তিনি এবং আরেক অপারেটর আন্দ্রেই একসঙ্গে কাজ করছেন। ভিডিওতে থাকা অন্যরাও এই প্রসঙ্গে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যের পরিবেশ আইনজীবী ড. আনা উইলেটস বলেন, “ ফ্লাই-টিপিংয়ের ঘটনার বিপরীতে জরিমানা এতই নগণ্য যে অপরাধীরা একে ‘ব্যবসায়িক ব্যয়’ হিসেবেই দেখে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, যথাযথ প্রমাণ পেলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে পার পেয়ে যাওয়া এই অপরাধীদের বিরুদ্ধে এবার ‘কাউবয় ওয়েস্ট অপারেটর’ দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
০৯ জুলাই ২০২৫