7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

নতুন বছরে নতুন উপহার: টিভিথ্রি বাংলায় সম্পূর্ণ নতুন আইন বিষয়ক অনুষ্ঠান

টিভিথ্রি বাংলার দর্শকদের আইনি জিজ্ঞাসার বিপুল চাহিদার কারণে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি অনুষ্ঠান ‘লিগাল অ্যাডভাইস বাই এম সেলিম’। প্রতি মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এক ঘণ্টার এই লাইভ অনুষ্ঠানে দর্শকরা সরাসরি আইনি পরামর্শ পাবেন। ২০২২ সালের জানুয়ারিতে টিভিথ্রি বাংলার ফেসবুক এবং ইউটিউব থেকে লাইভ সম্প্রচার শুরু হবে অনুষ্ঠানটির।

 

‘লিগাল অ্যাডভাইস বাই এম সেলিম’ উপস্থাপনা করবেন উইলডান লিগ্যাল সলিসিটরস-এর প্রিন্সিপাল সলিসিটর এবং ব্রিটিশ বাংলাদেশি কম্যুনিটির সুপরিচিত আইনি ব্যক্তিত্ব এম সেলিম।

 

এই অনুষ্ঠানে সরাসরি ফোন করে বা কমেন্টের মাধ্যমে দর্শকরা যেসব বিষয়ে প্রশ্ন করতে পারবেন:

 

  • ইমিগ্রেশন
  • ফ্যামিলি
  • এমপ্লয়মেন্ট
  • উইল ও প্রোবেট
  • কনভিয়েন্সিং
  • হাউজিং ও সোশ্যাল কেয়ার
  • ল্যান্ডলর্ড ও টেনেন্ট

 

‘লিগাল অ্যাডভাইস বাই এম সেলিম’ একটি সাপ্তাহিক অনুষ্ঠান। দর্শকরা টিভিথ্রি বাংলার স্টুডিও নম্বরে (01227 392 972) কল করতে পারেন, 07377767542 – নম্বরে টেক্সট পাঠাতে পারেন বা ফেসবুক বা ইউটিউবের লাইভ ট্রান্সমিশনে প্রশ্ন করতে পারেন।

 

সলিসিটর মোহাম্মদ সেলিম আইনগত সমস্যা সম্পর্কে দর্শকদের আলোকিত করার চেষ্টা করবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, সলিসিটর মোহাম্মদ সেলিমের সমস্ত আলোচনা এবং উত্তর সচেতনতামূলক, একটি চূড়ান্ত আইনি পরামর্শ নয়।

 

উল্লেখ্য, উইলডান লিগ্যাল সলিসিটরসের অফিস ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের কেন্দ্রস্থল হোয়াইটচ্যাপেলে (২-১২ কেমব্রিজ হিথ রোড, লন্ডন E1 5QH)  অবস্থিত।

 

২৭ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

টুইটারের লোগো পরিবর্তনে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ

যুক্তরাজ্য আইআরপি প্রকল্পে নিবে শিক্ষক

যুক্তরাজ্যকে পঙ্গু করে দিচ্ছে কোয়ারেন্টাইন আইন!

অনলাইন ডেস্ক