12.5 C
London
October 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নতুন বিদেশী আইনের আওতায় স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসা চালু হবে পর্তুগালে

পর্তুগালে আগামীকাল (২৩ অক্টোবর) থেকে সব ধরণের ওয়ার্ক-সিকিং ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে। এটি স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসা দ্বারা প্রতিস্থাপিত হবে, যা নতুন আইন ও বিধিমালার আওতায় পরিচালিত হবে।

পররাষ্ট্র ও স্টেট মিনিস্ট্রির অফিস জানিয়েছে, এই পরিবর্তনের পর পর্তুগিজ কনসুলার অফিস বা ভিসা আবেদন কেন্দ্রগুলো (যেমন VFS Global, BLS International, TLScontact) আর সাধারণ ওয়ার্ক-সিকিং ভিসার আবেদন গ্রহণ করতে পারবে না।

নতুন স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসা শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন এটি নতুন বিদেশী আইন (Foreigners Law) অনুসারে প্রয়োজনীয় বিধিমালা পূরণ করবে। অর্থাৎ, ভিসা আবেদন প্রক্রিয়া আগের তুলনায় আরও কঠোর ও নিয়মকানুন-ভিত্তিক হবে।

২২ অক্টোবর, ২০২৫ তারিখে লও নং ৬১/২০২৫ দ্বারা নতুন বিদেশী আইন অনুমোদিত হয়েছে। আজ এটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে, যা স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসার জন্য আইনগত ভিত্তি হিসেবে কাজ করবে।

পরিবর্তনের ফলে পর্তুগালে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসা নেওয়ার আগ্রহীদের জন্য প্রক্রিয়া সহজ নয়, তবে এটি অভিবাসীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করবে।

নতুন নীতিমালা কার্যকর হওয়ার পরই স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসার জন্য আবেদন করা যাবে, এবং আগের সাধারণ ওয়ার্ক-সিকিং ভিসার অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল হিসেবে গণ্য হবে।

সূত্রঃ পর্তুগাল নিউজ

এম.কে

আরো পড়ুন

হার্ভার্ডের অধ্যাপক হেনরি লারসনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক

পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হলো

অতিরিক্ত কার্বন নিঃসরণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পৃথিবীকে

নিউজ ডেস্ক