পর্তুগালে আগামীকাল (২৩ অক্টোবর) থেকে সব ধরণের ওয়ার্ক-সিকিং ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে। এটি স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসা দ্বারা প্রতিস্থাপিত হবে, যা নতুন আইন ও বিধিমালার আওতায় পরিচালিত হবে।
পররাষ্ট্র ও স্টেট মিনিস্ট্রির অফিস জানিয়েছে, এই পরিবর্তনের পর পর্তুগিজ কনসুলার অফিস বা ভিসা আবেদন কেন্দ্রগুলো (যেমন VFS Global, BLS International, TLScontact) আর সাধারণ ওয়ার্ক-সিকিং ভিসার আবেদন গ্রহণ করতে পারবে না।
নতুন স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসা শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন এটি নতুন বিদেশী আইন (Foreigners Law) অনুসারে প্রয়োজনীয় বিধিমালা পূরণ করবে। অর্থাৎ, ভিসা আবেদন প্রক্রিয়া আগের তুলনায় আরও কঠোর ও নিয়মকানুন-ভিত্তিক হবে।
২২ অক্টোবর, ২০২৫ তারিখে লও নং ৬১/২০২৫ দ্বারা নতুন বিদেশী আইন অনুমোদিত হয়েছে। আজ এটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে, যা স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসার জন্য আইনগত ভিত্তি হিসেবে কাজ করবে।
পরিবর্তনের ফলে পর্তুগালে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসা নেওয়ার আগ্রহীদের জন্য প্রক্রিয়া সহজ নয়, তবে এটি অভিবাসীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করবে।
নতুন নীতিমালা কার্যকর হওয়ার পরই স্কিলড ওয়ার্ক-সিকিং ভিসার জন্য আবেদন করা যাবে, এবং আগের সাধারণ ওয়ার্ক-সিকিং ভিসার অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল হিসেবে গণ্য হবে।
সূত্রঃ পর্তুগাল নিউজ
এম.কে