বাংলাদেশ নতুন ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি বলেছেন, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতি স্পষ্ট করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে দেশটি নতুন ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে।
সোমবার দেওয়া এক বিবৃতিতে ফলকার টুর্ক এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তা যাচাইয়ে একটি স্বাধীন তথ্যানুসন্ধান মিশন পরিচালনা, জবাবদিহি নিশ্চিত করা, সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং জরুরি সংস্কারকাজের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা দেওয়া হবে।
গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাইয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধান মিশন পরিচালনার জন্য সম্প্রতি ফলকার টুর্ককে আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের একটি অগ্রবর্তী দল ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট বাংলাদেশ সফর করে। হাইকমিশনারের দপ্তর থেকে আরও তথ্যানুসন্ধান দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।
এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৪