6.6 C
London
December 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নন-ইউকে ইইউ নাগরিক ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

যুক্তরাজ্যে বসবাসকারী ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক ও ব্যবসায়ীদের জন্য পরামর্শ জানিয়েছে রয়্যাল বার অব গ্রিনউইচ

 

সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেলে বলা হয়, ইউকেতে বসবাসকারী ইইউ নাগরিক হিসেবে এখন আপনারা এদেশে বসবাস, কাজ, বেনেফিট ও হেলথকেয়ার পাচ্ছেন। ব্রেক্সিট হয়ে যাওয়ায় যুক্তরাজ্যে নতুন করে রেসিডেন্স স্টেটাসে আবেদন করতে হবে আপনাদের। এই স্কিমটি ৩০ জুনের পর যুক্তরাজ্যে বসবাস চালিয়ে যেতে অনুমতি দিবে।

 

নাগরিকদের জন্য পরামর্শ:

আপনি যদি কোনও ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হন এবং পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে ইউকেতে বাসিন্দা হয়ে থাকেন তবে আপনি সেটেলমেন্ট স্টেটাসে আবেদনের জন্য যোগ্য।

 

আপনি যদি পাঁচ বছরের কম সময় ধরে ইউকের বাসিন্দা হন তবে আপনি প্রি-সেটেলমেন্ট স্কিমে আবেদন করতে পারবেন।

 

আপনি যদি ২০২১ সালের ৩০ জুনের মধ্যে সেটেলড স্টেটাসে অবেদন না করেন, তাহলে ইউকেতে আপনার কোনো আইনি ভিত্তি থাকবে না। হোম অফিস এ সম্পর্কে পরিষ্কার না জানালেও, আপনি বেনিফিট, পাবলিক সার্ভিস ও পাবলিক তহবিলের অধিকার হারাতে পারেন।

 

এতে আবেদনের জন্য কোনোই খরচ করতে হবে না। যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের ফি ফিরিয়ে দেওয়া হবে।

 

ব্যবসায়ীদের জন্য পরামর্শ:

এটি এখনও পরিষ্কার না যুক্তরাজ্যে অবস্থিত ইইউ নাগরিকদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে।

এর জন্য সরকার একটি এমপ্লয়ি টুলকিট দিচ্ছে যাতে ইইউ নাগরিকদের জন্য গাইডেন্স দেওয়া আছে।

 

এছাড়াও নিচের সংগঠগুলো থেকে আপনার ব্যবসার জন্য পরামর্শ পেতে পারেন।

কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি,

ফেডারেশন অব স্মল বিজনেস,

লন্ডন চেম্বার অব কমার্স

ইন্সটিটিউট অব ডিরেক্টরস

 

 

স্কুলের জন্য গাইডলাইন:

শিক্ষা বিভাগ স্কুলগুলোর জন্য একটি গাইডেন্স প্রকাশ করেছে।

 

আবেদনের লিংক

 

আবেদন যাচাইয়ের লিংক

 

৪ মে ২০২১
এনএইচ

আরো পড়ুন

অনাস্থা ভোটের মুখে বরিস জনসন

অনলাইন ডেস্ক

তেহরানের হুমকির পর ইরানি টিভি চ্যানেল লন্ডন সদর দপ্তর বন্ধ করে দিয়েছে

ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধের পর টুইটারের শেয়ারে ধস!

অনলাইন ডেস্ক