23.1 C
London
July 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নারী নয়, এবার বৃদ্ধ টার্গেটেঃ লন্ডনে গির্জার পাশে ষাটোর্ধ্ব পুরুষ ধর্ষণের শিকার

যুক্তরাজ্যে নারী নির্যাতনের ঘটনায় যখন বারবার উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় এবার এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে ধর্ষণের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। লন্ডনের হারো এলাকায় একটি গির্জার পাশে এ ঘটনা ঘটে, যা নতুন করে প্রশ্ন তুলছে ব্রিটেনের জননিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

 

ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে, উত্তর-পশ্চিম লন্ডনের হারো এলাকার স্টেশন রোডে। পুলিশ রাত ১২টা ৪৯ মিনিটে যৌন নির্যাতনের একটি অভিযোগ পায় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী ষাটোর্ধ্ব পুরুষ বর্তমানে বিশেষ প্রশিক্ষিত পুলিশের সহায়তা নিচ্ছেন।

ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্ত ব্রুকে ডেসালাগনে (৩২) কে ঘটনাস্থল থেকেই যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ জানায়, ২৩ জুলাই বুধবার তাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পরদিন ২৪ জুলাই বৃহস্পতিবার উইলসডেন ম্যাজিস্ট্রেট আদালতে তার হাজিরা হয়।

সম্প্রতি যুক্তরাজ্যে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এবার একজন বৃদ্ধ পুরুষ ভুক্তভোগী হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান সমালোচকেরা।

এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাগরিকরা দাবি তুলেছেন, শুধু নারী নয়—পুরুষ, শিশু, প্রবীণ—সব শ্রেণির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের অপরাধ রোধে কঠোর নজরদারি, অপরাধীদের দ্রুত বিচার এবং গৃহহীন বা মানসিকভাবে অসুস্থদের জন্য উন্নত পুনর্বাসন ব্যবস্থার দরকার রয়েছে। সমাজের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
২৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

ইংল্যান্ডে ভ্যাকসিন পাসপোর্ট, ওয়ার্ক ফ্রম হোম ও মাস্ক ব্যবহারের কঠোর নীতি ঘোষণা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে হোম অফিসের ভুল সিদ্ধান্তে দুই শিশু যুক্তরাজ্য ছাড়ার মুখে, শেষমেশ পিছু হটল কর্তৃপক্ষ

যুক্তরাজ্যে মে নির্বাচনে লেবার পার্টির ব্যর্থতা মানেই কি স্টারমারের বিদায় ঘণ্টা?