16.3 C
London
July 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নার্সদের বেতন নিয়ে আলোচনায় রাজি ঋষি সুনাক

নার্সদের চলতি বছরের বেতন বৃদ্ধির বিষয়টি বাতিল করে দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, নার্সদের অতিরিক্ত বেতন মেনে নেওয়ার সুযোগ নেই। তবে এবার জানিয়েছেন, ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত বেতনের বিষয়টি আলোচনায় নিয়ে আসা যেতে পারে।

রয়েল কলেজ নার্সেস-এর মহাসচিব কুলেন্স বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষীণ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এই আভাসের প্রেক্ষিতে সামনের দিনগুলোতে ধর্মঘট বর্জনের সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি।

সোমবার (৯ জানুয়ারি) বিবিসিকে ঋষি সুনাক বলেন, নার্সরা যে ব্যাপারে কথা বলতে চান সবসময়ই তার দরজা খোলা রয়েছে। বেতন এবং অন্যান্য সুবিধার ব্যাপারে সরকার সবসময়ই কথা বলার পথ খোলা রাখতে চায়। চলতি বছরের বেতন বৃদ্ধি নিয়েও আলোচনা হতে পারে।

 

আরো পড়ুন

জাদুঘরে রাখা নিজের হার্ট দেখতে গেলেন ব্রিটিশ নারী

অস্ট্রেলিয়া ভিসা ব্যবস্থা পর্যালোচনা করেছে কারণ এটি কঠোর COVID নিয়মের পরে কর্মীদের ঘাটতির সাথে লড়াই করছে।

যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্ট লোনের নামে চলছে জালিয়াতি – ওয়াচডগ

নিউজ ডেস্ক