5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ভারত

ভারত যখন মহা আড়ম্বরে জি-২০ সম্মেলনের আয়োজন করছে, সেই সময় আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল নরেন্দ্র মোদি সরকারের। মোদি সরকারের শাসনকাল অর্থাৎ গত দশ বছরের নানা ঘটনা ভারতকে ‘সবচেয়ে খারাপ স্বৈরতান্ত্রিক’ দেশগুলোর তালিকায় স্থান পাইয়ে দিলো।

সম্প্রতি ‘ডেফিয়েন্স ইন দ‌্য ফেস অফ অটোক্র‌্যাটাইজেশন’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে এমনই দাবি করেছে সুইডেনের ভ‌্যারাইটিজ অফ ডেমোক্রেসি ইনস্টিটিউট। গোটা ঘটনার জন‌্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই বিঁধেছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বের সামনে এই রিপোর্ট প্রকাশ হতেই মুখ পুড়েছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের।

নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক দেশগুলির তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, ব্রাজিল, মিয়ানমারের নামও। বছর কয়েক আগে এই ইনস্টিটিউট ভারত ‘নির্বাচিত স্বৈরতন্ত্রে’ পরিণত হয়েছে বলেও একটি রিপোর্টে দাবি করেছিল। যা মোটেও গৌরব বৃদ্ধি করল না মোদি সরকারের। এই বিভাগে ভারতের স্থান হয়েছে মেক্সিকো, নাইজেরিয়া, তানজানিয়ার মতো দেশগুলোরও পিছনে।

এই রিপোর্টের বিরুদ্ধে ইতোমধ্যেই সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, ওই ইনস্টিটিউটটি মার্কিন শিল্পপতি জর্জ সোরেসের টাকায় চলে। সম্প্রতি জর্জ সোরেস আদানি কাণ্ডে মোদির সমালোচনা করেছিলেন। ভারতের মতোই স্বৈরতন্ত্র বেড়েছে তুরস্ক, সার্বিয়া, হাঙ্গেরি, থাইল‌্যান্ডে। চাঞ্চল‌্যকর তথ‌্য হলো, গত বছরের শেষ থেকে বিশ্বের মোট জনসংখ‌্যার ৭২ শতাংশই স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে বসবাস করছে। যা গত দশ বছরে ৪৬ শতাংশ বেড়েছে।

আরো পড়ুন

‘বিধ্বংসী’ ৪৭ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া

আল-আকসায় ফজর থেকে মুসল্লিদের উপর কাঁদানে গ্যাস, জুমা পড়তেও বাধা

ভারত মহাসাগরে ইরান-রাশিয়ার মহড়া, ছিল বাংলাদেশও