17.7 C
London
August 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নিজের বাড়ি চুরির খবর শুনে হতবাক লুটনের এক ব্যক্তি

লুটনে এক ব্যক্তি তার বাড়িতে ফিরে এসে দেখলেন তার অজান্তেই বাড়িটি বিক্রি হয়ে গেছে এবং বাড়ির সব আসবাবপত্র নিয়ে গেছে।

 

রেভারেন্ড মাইক নামে ওই ব্যক্তি প্রতিবেশীর দ্বারা সতর্ক হওয়ার পর তার লুটনের বাড়িতে ছুটে গিয়ে দেখেন কনস্ট্রাকশনকর্মীরা সেখানে নতুন মালিকের জন্য কাজ করছেন।

 

বিবিসির একটি তদন্তে জানা যায়, ওই ব্যক্তির পরিচয় চুরি করা হয় এবং ব্যাংকের মাধ্যমে বিক্রির প্রক্রিয়াটি সম্পন্ন হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে প্রতারণা হিসেবে দেখছে না, তবে তদন্ত চলছে।

 

জানা যায়, তিনি তার প্রপার্টি থেকে দূরে বসবাস করেন এবং উত্তর ওয়েলসে কাজ করেন। তিনি গত ২০ আগস্ট এক প্রতিবেশির কাছ থেকে ফোন পান, তারা জানান কেউ তার বাড়িতে অবস্থান করছে কারণ বাতি জ্বলছিল।

 

পরদিন সকালে তিনি ড্রাইভ করে বাটিতে উপস্থিত হয়ে জানতে পারেন আসল কাহিনী।

 

২ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলার শিকার জাহাজের নাবিকদের উদ্ধারের পর পোল্যান্ড নেওয়া হচ্ছে

লন্ডনে রাশিয়ান ওলিগার্কের প্রাসাদ দখল করে ‘ব্যালকনি বিক্ষোভ’