TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নির্বাচন নিকটবর্তী, ন্যাশনাল ইন্সুরেন্স হ্রাস করার সিদ্ধান্ত সরকারের

ক্লাস ওয়ান ন্যাশনাল ইন্সুরেন্স ০৬ জানুয়ারী ২০২৪ হতে ১২% থেকে ১০% এ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।

তবে সরকারের এই পরিকল্পনা নিয়েও নানা সমালোচনা স্যোশাল মিডিয়ায় আলোচনার খোরাক জন্মিয়েছে। অনেকের মতে নির্বাচন পূর্ববর্তী বা নিকটবর্তী সময়ে ভোট কাড়ার জন্য সরকার এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকে যা জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলে না। তাছাড়া এন,এইচ,এস সার্ভিস ও সামাজিক স্বাস্থ্যসেবার দুরবস্থা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন অনেকে।

তবে সরকারের এই পরিকল্পনা আপনার কতটুকু উপকারে আসছে তা জানতে নীচের লিংকে ক্লিক করে বিস্তারিত বুঝে নিতে পারেন ⬇

https://www.tax.service.gov.uk/estimate-jan-24-nic-changes?&utm_source=f.co_hmrcgovuk&utm_medium=social&utm_campaign=asclass1niratecut

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
১১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে রেকর্ড পরিমান ত্বকের ক্যান্সার রোগী সনাক্ত

ফ্রান্সের গড়িমসিতে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ছোট নৌকা পারাপার ঠেকাতে ব্যর্থতা বাড়াচ্ছে হতাশা

বিশ্বব্যাপী বৈধ অভিবাসন পথ সংকুচিত হওয়ায় মানুষ পাচার বাড়ছেঃ ড্যানিশ রিফিউজি কাউন্সিল