TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পশ্চিম লন্ডনের গৃহহীনদের জন্য উষ্ণ নৌকা

পশ্চিম লন্ডনের একটি কমিউনিটি গ্রুপ এই শীতে গৃহহীন মানুষদের একটি অস্থায়ী আশ্রয় এবং ঠাণ্ডা থেকে কিছুটা রক্ষা পেতে তাদের জন্য একটি নৌকা বরাদ্ধ করতে সঙ্ঘবদ্ধ হয়েছেন।

 

গ্র্যান্ড ইউনিয়ন খালের কাছে ইলিং এ অবস্থিত একটি জায়গা এ কাজে নির্ধারণ হয়েছে। অস্থায়ী ন্যারোবোটে মেরামতের কাজের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে এবং এটিকে আরও অতিথিপরায়ণ করে তোলা হয়েছে।

 

এর নামকরণ করা হয়েছে অ্যামোনাইট, এবং স্থানীয় সম্প্রদায়কে সাহায্য করা, এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ‘ফ্রেন্ডস অফ গ্র্যান্ড ইউনিয়ন ক্যানাল গ্রুপ’ এই মহতী উদ্বেগ নেয়।

 

ডেভিড পসনেট, যিনি তহবিল সংগ্রহ এবং অ্যামোনাইট কেনার আয়োজন করেছিলেন, তিনি বলেন: এখানে যতই ঠাণ্ডা হোক না কেন, অ্যামোনাইট এখনও উষ্ণ (কোন গরম ছাড়াই)। আমরা এক ঘণ্টা বা আরও বেশি সময় আশ্রয় দিতে পারি এবং কিছু টিনজাত খাবার গরম করে দিতে পারি। এই মুহূর্তে “নাই মামার চেয়ে কানা মামা ভালো”।

 

নৌকাটি আশ্রয় দেওয়ার পাশাপাশি গ্র্যান্ড ইউনিয়নকে আবর্জনা মুক্ত রাখার বৃহত্তর লক্ষ্যের অংশ হিসাবে ব্যবহার করা হবে।

 

নৌকাটিতে রাত যাপন করা যাবে না, তবে প্রয়োজনে যে কেউ দিনের বেলা কয়েক ঘণ্টা নৌকায় ঘুমাতে বা বাইরের বিশ্ব থেকে কিছুটা অবকাশ পেতে এটিকে নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করতে পারবেন।

 

৫ ডিসেম্বর ২০২১
আরআর / এনএইচ
সূত্র: মাই লন্ডন

আরো পড়ুন

চীনা রকেটের ধ্বংসাবশেষ আঘাত হানতে পারে ইতালির ভূপৃষ্ঠে!

ব্রিটিশ বাজারে ‘গাজা কোলার’ বাজিমাত

ব্রিটিশ রানি হতে চান মেগান ম্যার্কেল, বিস্ফোরক দাবি