7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

পিটিআইয়ের সহসভাপতি ফাওয়াদ চৌধুরী এক টুইটার পোস্টে বলেছেন, ‘ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে আজ মঙ্গলবার বিকেলে আধা সামরিক বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করেছে।’ পিটিআইয়ের আইনজীবীরা এ সময় নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ইমরান খানের গাড়ি ঘেরাও করে জোর করে ইমরানকে তুলে নিয়ে গেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী। তার আইনজীবী ফয়সাল চৌধুরীরও হামলার শিকার হয়েছেন।

পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও ইমরানের আইনজীবীর ভিডিও শেয়ার করে বলেছে, ইমরান খান  ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ‘মারাত্মকভাবে আহত’ হয়েছেন।

এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারা ইমরানের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

আরো পড়ুন

ইতালির উপকূল থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্য বিদ্রোহীদের দখলে

যুক্তরাজ্যে সেপ্টেম্বরের পর থেকে করোনায় সবচেয়ে কম মৃত্যু

নিউজ ডেস্ক